Poonam Dhillon

পুনম ঢিল্লোঁর বাড়িতে চুরি, গয়না ও নগদ হাতিয়ে বন্ধুদের সঙ্গে খানাপিনার আসর বসাল রংমিস্ত্রি

মুম্বইয়ের খার এলাকার ওই ফ্ল্যাটে থাকেন না অভিনেত্রী। তিনি থাকেন জুহুর বাড়িতে। মাঝেমধ্যে খারের ফ্ল্যাটে এসে থাকেন পুনমের ছেলে আনমোল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ ১৭:৫৯
Image of Poonam Dhillon

মুম্বইয়ের খার এলাকার ফ্ল্যাটে সাধারণত থাকেন না পুনম ঢিল্লোঁ। ছবি: সংগৃহীত।

বাড়ি রং করানোর জন্য ডাকা হয়েছিল এক ব্যক্তিকে। মালিকের অনুপস্থিতির সুযোগে ওই ব্যক্তিই হাতিয়ে নিল বহুমূল্য গয়না ও নগদ টাকা। তার পর সেই টাকা দিয়েই অন্য মিস্ত্রিদের সঙ্গে চলল পানাহার। যদিও শেষরক্ষা হয়নি, পুলিশের হাতে ধরা পড়েছে ওই অভিযুক্ত। তবে সমস্ত নগদ টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ।

Advertisement

সম্প্রতি এমনই এক চুরির কথা জানা গিয়েছে বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী পুনম ঢিল্লোঁর বাড়িতে। অভিনেত্রীরই এক লক্ষ টাকার হিরের দুল হাতিয়ে নিয়েছিল দুষ্কৃতী, সঙ্গে প্রায় ৩৫ হাজার টাকা ও ৫০০ আমেরিকান ডলার। জানা গিয়েছে, গত ২৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ঘর রং করানোর জন্য ভাড়া করা হয় এক ব্যক্তিকে। মুম্বইয়ের খার এলাকার ওই ফ্ল্যাটে থাকেন না অভিনেত্রী। তিনি থাকেন জুহুর বাড়িতে। মাঝেমধ্যে খারের ফ্ল্যাটে এসে থাকেন পুনমের ছেলে আনমোল। কিন্তু এই সময় তিনিও বাড়ি ছিলেন না। অভিযোগ, বাড়ি ফাঁকা থাকার সুযোগে আলমারি থেকে গয়না ও নগদ টাকা হাতিয়ে নেয় ওই ব্যক্তি। তার পর সেই টাকা থেকে ৯০০০ টাকা খরচ করে অন্য রংমিস্ত্রিদের সঙ্গে চলে খানাপিনা।

গত রবিবার দুবাই থেকে বাড়ি ফিরে আনমোল বিষয়টি নজর করেন। সোমবার খার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁর ম্যানেজার সন্দেশ চৌধুরী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে, গয়না ও প্রায় ২৫ হাজার টাকা, ৫০০ মার্কিন ডলার।

Advertisement
আরও পড়ুন