Tunnel in Pingla

পিংলায় বাড়ির ভিত খুঁড়তে গিয়ে মিলল ১৫ ফুট সুড়ঙ্গ, ছোট্ট ঘর! ইতিহাস অজানা, কাজ বন্ধ করল প্রশাসন

পিংলার রাজবল্লভের বাসিন্দা অনিমা ঘোষদের পাকা বাড়ি তৈরির জন্য মাটি খোঁড়া হচ্ছিল। মিস্ত্রিরা কিছুটা গর্ত খোঁড়ার পর একটি সুড়ঙ্গ দেখতে পান। মাটি সরাতে দেখা যায় একটি ঘরের মতো ঘেরা জায়গা।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ১৯:৪৫
Tunnel

পিংলায় বাড়ির ভিত তৈরির সময় গর্ত খুঁড়তে গিয়ে সুড়ঙ্গের সন্ধান। —নিজস্ব চিত্র।

বাড়ির ভিত গড়ার জন্য চলছিল গর্ত খোঁড়ার কাজ। খানিক খোঁড়াখুঁড়ির পরেই রাজমিস্ত্রিদের চোখ উঠল কপালে। তাঁরা দেখেন মাটির ভিতর দিয়ে একটি দীর্ঘ সুড়ঙ্গ চলে গিয়েছে। সেই কথা কানাকানি হতেই একেবারে হুলস্থুল কাণ্ড পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের রাজবল্লভ এলাকায়। সুড়ঙ্গ দেখতে ভিড় উপচে পড়ল অনিমা ঘোষের বাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে যান প্রশাসনের লোকজন। তাঁরা মাটি সরিয়ে দেখতে পান, প্রায় ১৫ ফুট লম্বা একটি সুড়ঙ্গ। গোল করে ঘেরা ওই সুড়ঙ্গে খোপ খোপ করা। প্রশাসনের নির্দেশে অনিমাদের বাড়ি তৈরির কাজ আংশিক ভাবে বন্ধ থাকছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে রাজবল্লভের বাসিন্দা অনিমাদের পাকা বাড়ি তৈরির জন্য মাটি খোঁড়া হচ্ছিল। কয়েক জন মিস্ত্রি কিছুটা গর্ত খোঁড়ার পরই একটি সুড়ঙ্গ দেখতে পান। আরও মাটি সরাতে দেখা যায় একটি ঘরের মতো ঘেরা জায়গা। তার এক দিকের দেওয়ালে একটি খোপ রয়েছে। ওই কথা জানাজানি হতেই হইচই পড়ে যায় এলাকায়। কোনও ঐতিহাসিক স্থাপত্যের খোঁজ মিলল কি না, সেই নিয়ে স্থানীয়দের মধ্যে আলাপ-আলোচনা শুরু হয়ে যায়। ঘটনাস্থলে যায় পিংলা ব্লক প্রশাসন। সুড়ঙ্গটির নির্দিষ্ট কোনও ইতিহাস আছে কি না, তা তদন্তসাপেক্ষ। তাই সুড়ঙ্গটি যেখানে পাওয়া গিয়েছে, সেখানে বাড়ি তৈরির কাজ আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে।

ওই বাড়ির সদস্য অনিমা বলেন, ‘‘আমাদের পুরনো বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরির কাজ শুরু হয়েছে। গর্ত খোঁড়ার সময় ইট বার হতে থাকে। পুরনো দিনের সিঁড়ি, সুড়ঙ্গ দেখতে পাওয়া গিয়েছে। পুলিশ এসেছিল, বলে গিয়েছে, ওই জায়গায় আপাতত কাজ বন্ধ রাখতে হবে। বাকি জায়গায় বাড়ি তৈরির কাজ চলছে।’’ সুড়ঙ্গ পরিদর্শন করে পিংলা ব্লকের বিডিও লাকপা ওয়াংচু শেরপা বলেন, ‘‘একটি বাড়ির কাজ তৈরির সময় সুড়ঙ্গ দেখতে পাওয়া গিয়েছে খবর পেয়ে এলাকায় গিয়েছিলাম। ছবি সংগ্রহ করে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে।’’

Advertisement
আরও পড়ুন