Marijuana Smuggling

৫২ লক্ষের গাঁজা মিলল লরিতে, নাকাতল্লাশির সময় সাগরদিঘি থেকে ধৃত উত্তরপ্রদেশের পাচারকারী

সোমবার গভীর রাতে গোপন সূত্র মারফত পুলিশ খবর পায়, কোচবিহার থেকে একটি লরিতে করে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক নিয়ে যাওয়া হচ্ছে। ওই খবর পেয়েই সতর্ক হয়ে যায় সাগরদিঘি থানার পুলিশ।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ১৭:৫০
ganja

— প্রতীকী চিত্র।

লরি করে গাঁজা পাচারের সময় মুর্শিদাবাদের সাগরদিঘি থানার পুলিশের হাতে গ্রেফতার হলেন উত্তরপ্রদেশের এক বাসিন্দা-সহ দুই ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, ওই লরিতে মিলেছে ১৪৩ কেজি গাঁজা। যার আনুমানিক মূল্য প্রায় ৫২ লক্ষ টাকা। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, উত্তরবঙ্গের কোচবিহার থেকে ওই মাদক তোলা হয়। নিয়ে যাওয়া হচ্ছিল কলকাতায়।

Advertisement

সোমবার গভীর রাতে গোপন সূত্র মারফত পুলিশ খবর পায়, কোচবিহার থেকে একটি লরিতে করে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক নিয়ে যাওয়া হচ্ছে। ওই খবর পেয়েই সতর্ক হয়ে যায় সাগরদিঘি থানার পুলিশ। শুরু হয় ১২ নম্বর জাতীয় সড়কে নাকাতল্লাশি। রাতে একটি লরিতে অভিযান চালানোর সময় উদ্ধার হয় ১৪৩ কেজির গাঁজা। গ্রেফতার করা হয় লরিতে থাকা দু’জনকে। ধৃতদের নাম আলিমুল ইসলাম এবং মনোজ সিংহ। আলিমুলের বাড়ি কোচবিহার জেলায়। আর মনোজ উত্তরপ্রদেশের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ধৃতদের দু’জনেই নিষিদ্ধ মাদকের ব্যবসা করেন। তাঁদের সঙ্গে আরও কে কে যুক্ত রয়েছেন, তার খোঁজখবর শুরু হয়েছে।

গাঁজা উদ্ধারের ঘটনা নিয়ে জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, ‘‘বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়েছিল। তাতে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। মাদক পাচারের অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ঠিক কোথায় কোথায় তাঁরা মাদক পাচারের পরিকল্পনা করেছিলেন, তাঁদের সঙ্গে আর কে কে যুক্ত, তা জানার জন্য দু’জনকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।’’

Advertisement
আরও পড়ুন