আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। —ফাইল চিত্র।
ধাক্কা টেম্বা বাভুমাদের শিবিরে। চোটের জন্য আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন অনরিখ নোখিয়া। শরীরের পিছনের অংশে চোট পেয়েছেন তিনি। গত এক দিনের বিশ্বকাপেও চোটের জন্য খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকার জোরে বোলার। তাঁর চোট উদ্বেগ বৃদ্ধি করবে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষেরও।
সাউথ আফ্রিকা প্রিমিয়ার লিগের ম্যাচে চোট পেয়েছেন নোখিয়া। সোমবার তাঁর স্ক্যান করানো হয়েছে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, ফিট হয়ে মাঠে নামতে কয়েক সপ্তাহ সময় লাগবে নোখিয়ার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর খেলার সম্ভাবনা নেই। যদিও এখনই তাঁর পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করা হচ্ছে না। আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রাথমিক দলে পরিবর্তন করা যাবে। তাই পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণার আগে সময় নিতে চান দক্ষিণ আফ্রিকার কর্তারা। নোখিয়ার চোট কতটা গুরুতর তা জানানো হয়নি।
নোখিয়ার চোট দক্ষিণ আফ্রিকার বোলিং শক্তিকে নিশ্চিত ভাবে দুর্বল করবে। উদ্বেগ বৃদ্ধি করবে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষেরও। চ্যাম্পিয়ন্স ট্রফির পর হবে আইপিএল। আগামী ২৩ মার্চ থেকে শুরু হবে প্রতিযোগিতা। এ বারের নিলামে নোখিয়েকে ৬.৫ কোটি টাকা দিয়ে কিনেছিল কেকেআর। চোটের জন্য তিনি আইপিএলও না খেলতে পারলে, বিকল্প খুঁজতে হবে শাহরুখ খানের দলকেও।