Primary Recruitment

ভুয়ো এক্সচেঞ্জ কার্ড দেখিয়ে প্রাথমিকে চাকরি! শিক্ষা দফতরের রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট

এক্সচেঞ্জ কার্ড জালিয়াতির ঘটনায় সিআইডির কাছে রিপোর্ট চাইল আদালত। হাই কোর্টের নির্দেশ, পরবর্তী শুনানির দিন ওই বিষয়ে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিতে হবে রাজ্যের তদন্তকারী সংস্থাকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ১৮:৪৩
এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড জালিয়াতি করে চাকরি মামলায় নির্দেশ হাই কোর্টের।

এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড জালিয়াতি করে চাকরি মামলায় নির্দেশ হাই কোর্টের। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

২০০৯ সালের নিয়োগ প্রক্রিয়ায় প্রাথমিকে চাকরিরত সব শিক্ষকের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড যাচাই করতে বলল কলকাতা হাই কোর্ট। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড জালিয়াতি করে চাকরি মামলায় এই নির্দেশ দিল হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ, ওই সব কার্ড যাচাই করে আগামী ২৭ জানুয়ারি শিক্ষা দফতরের কমিশনারকে রিপোর্ট দিতে হবে। ওই দিনই এই মামলার পরবর্তী শুনানি।

Advertisement

অন্য দিকে, এক্সচেঞ্জ কার্ড জালিয়াতির ঘটনায় সিআইডির কাছে রিপোর্ট চাইল আদালত। হাই কোর্টের নির্দেশ, পরবর্তী শুনানির দিন ওই বিষয়ে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিতে হবে রাজ্যের তদন্তকারী সংস্থাকে।

এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড ব্যবহার করে ২০০৯ সালের প্রাথমিকের ওই নিয়োগ প্রক্রিয়ায় শিক্ষকের চাকরি পান কয়েক হাজার পরীক্ষার্থী। অভিযোগ, অনেকেই ‘ভুয়ো’ কার্ড দেখিয়ে চাকরির সুবিধা নিয়েছেন। ওই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বসু। পরে উত্তর ২৪ পরগনা জেলায় কার্ড জালিয়াতির অভিযোগে ২৬ জনের চাকরি বাতিল হয়। হাই কোর্টের পর্যবেক্ষণ, রাজ্যের অন্য জেলাগুলিতেও এক্সচেঞ্জ কার্ড জালিয়াতি হয়ে থাকতে পারে।

বৃহস্পতিবার আদালত ২২টি জেলার প্রাথমিক স্কুল কাউন্সিলকে নির্দেশ দেয় ওই নিয়োগ প্রক্রিয়ার সব কার্ড যাচাই করে দেখতে হবে। জালিয়াতি ধরা পড়লেই ডিপিএসসিকে আইনি পদক্ষেপ করতে হবে বলে জানিয়েছেন উত্তর ২৪ পরগনা জেলা প্রাথমিক স্কুল কাউন্সিলের আইনজীবী গৌরব দাস। বিচারপতি বসু জানান, ওই সব কার্ড জালিয়াতির সব অভিযোগের তদন্ত করবে সিআইডি। বৃহত্তর জালিয়াতির ইঙ্গিত পেলে প্রয়োজনে সিট গঠন করবে আদালত।

Advertisement
আরও পড়ুন