(বাঁ দিকে) ধূপগুড়িতে আটকে রাজধানী এক্সপ্রেস। লাইনে উল্টে গিয়েছে ভ্যান (ডান দিকে)। — নিজস্ব চিত্র।
রেলগেটে ধাক্কা মেরে রেললাইনের মাঝে উল্টে গেল পিকআপ ভ্যান। যার ফলে আধ ঘণ্টার বেশি সময় ধরে আটকে ছিল রাজধানী এক্সপ্রেস। জিআরপি এবং রেলকর্মীদের হস্তক্ষেপে লাইন থেকে সরানো হয় ভ্যান। তার পরে ফের চলতে শুরু করে রাজধানী। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের বটতলার এনএন ৩৬ নম্বর রেলগেটে। এক রেলকর্মী জানিয়েছেন, ভ্যানটি রেলগেটে ধাক্কা দেওয়ায় তা ভেঙে গিয়েছে।
রেল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে ডাউন রাজধানী এক্সপ্রেস আসছে বলে রেলগেটের কর্মীর কাছে খবর আসতেই তিনি রেলগেট নামাতে যান। সে সময় একটি পিকআপ ভ্যান দ্রুত গতিতে রেলগেট পার করার চেষ্টা করছিল। তা করার সময় গেটে ধাক্কা মেরে লাইনের মাঝখানে উল্টে যায় ভ্যানটি। রেলগেট থেকে কিছুটা দূরে জরুরিকালীন ব্রেক কষে ডাউন রাজধানী এক্সপ্রেসকে দাঁড় করান চালক। গুয়াহাটি থেকে আসছিল ট্রেনটি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জিআরপি। আসেন ধূপগুড়ি স্টেশন সুপারও। ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয়েরা। রেললাইন থেকে পিকআপ ভ্যানটিকে সরিয়ে দেওয়ার পরে রেল চলাচল স্বাভাবিক হয়। তার আগে প্রায় আধ ঘণ্টার বেশি সময় ধরে আটকে ছিল রাজধানী এক্সপ্রেস। স্থানীয়দের আশঙ্কা ছিল, সঠিক সময়ে চালক ব্রেক কষতে না পারলে বড়সড় দুর্ঘটনা হতে পারত। রেল সূত্রের খবর, ওই পিকআপ ভ্যানের চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।