Alarm in SBI

মধ্যরাতে ব্যাঙ্কের ভিতর বেজে উঠল অ্যালার্ম, দরজা খুলতেই তাজ্জব পুলিশ!

রাত ১১টা নাগাদ আচমকাই বেজে ওঠে অ্যালার্ম। স্থানীয়েরা তা শুনে ছুটে আসেন ব্যাঙ্কের সামনে। সকলেই ভেবেছিলেন, ব্যাঙ্কের ভিতরে ডাকাতির চেষ্টা চলছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ১৮:১৫
ব্যাঙ্কের ভিতরে ঢুকে তল্লাশি শুরু করে পুলিশ।

ব্যাঙ্কের ভিতরে ঢুকে তল্লাশি শুরু করে পুলিশ। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

এ যেন পর্বতের মূষিক প্রসব! মাঝরাতে বেজে উঠেছিল ব্যাঙ্কের অ্যালার্ম। ছুটে আসে পুলিশ। ভেবেছিল, নির্ঘাত ডাকাত পড়েছে। ব্যাঙ্কের দরজা খুলতেই বিস্মিত পুলিশ আধিকারিকেরা। দেখেন, ভিতরে দৌড়ৌদৌড়ি করছে ইঁদুর। তার জেরেই বেজে উঠেছিল সতর্কীকরণ ঘণ্টি। উত্তরপ্রদেশের হরদই জেলার ঘটনা।

Advertisement

হরদইয়ের কোতওয়ালি এলাকার গান্ধী ময়দানের কাছে এসবিআই (স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া)-র দফতরে এমনই ঘটনা ঘটে। বুধবার রাত ১১টা নাগাদ আচমকাই বেজে ওঠে অ্যালার্ম। স্থানীয়েরা তা শুনে ছুটে আসেন ব্যাঙ্কের সামনে। সকলেই ভেবেছিলেন, ব্যাঙ্কের ভিতরে ডাকাতির চেষ্টা চলছে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। তারা ব্যাঙ্কের ভিতরে ঢুকে শুরু করে তল্লাশি। তখনই তাদের চোখে পড়ে ইঁদুরের দৌরাত্ম্য। এর পরে ব্যাঙ্কের ম্যানেজার এবং কর্মীদের ফোন করে বিষয়টি জানায় পুলিশ। এসবিআইয়ের ওই শাখার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তুষার শর্মা জানিয়েছেন, পুলিশের তদন্তে সন্দেহজনক কিছু চোখে পড়েনি। তার পরেই স্বস্তিতে সকলে।

এর আগে মধ্যপ্রদেশের এক থানায় বাজেয়াপ্ত করে রাখা মদ ইঁদুর খেয়ে ফেলেছিল বলে জানা যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, যে সব প্লাস্টিকের বোতলে মদ রাখা ছিল, সেগুলি দাঁত, নখ দিয়ে ফুটো করে ইঁদুর। তার জেরে মদ ছড়িয়ে পড়ে থানার মালখানার মেঝেতে। ইঁদুরগুলি বাজেয়াপ্ত করা গাঁজাও খেয়েছিল বলেও খবর রটে।

Advertisement
আরও পড়ুন