Wife kills Husband

ঘুমন্ত স্বামীর উপর হাঁসুয়া নিয়ে আক্রমণ, নলি কেটে পুলিশের কাছে আত্মসমর্পণ কাঁকসার বধূর

শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হয়েছিল। তার পর স্বামী ঘুমোতে চলে যান। সেই সময় হাঁসুয়া দিয়ে স্বামীর গলা কেটে দেন স্ত্রী।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কাঁকসা শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ ১৭:১৯

পারিবারিক অশান্তির জেরে হাঁসুয়া দিয়ে স্বামীর গলা কেটে খুন করলেন স্ত্রী। পুলিশের কাছে গিয়ে খুনের কথা স্বীকারও করে নিয়েছেন ওই মহিলা। শুক্রবার ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের কাঁকসার রাজবাঁধ এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, চুনা কোড়া নামে ৫০ বছরের এক প্রৌঢ়ের খুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় তারা। এলাকাবাসী প্রৌঢ়ের স্ত্রী অম্বু কোড়াকে খুনের অভিযোগে আটকে রেখেছিলেন। পুলিশ গেলে তাদের হাতে অভিযুক্তকে তুলে দিয়েছেন গ্রামবাসী। পুলিশি জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন প্রৌঢ়া।

স্থানীয় সূত্রে খবর, দম্পতি মধ্যে কলহ লেগেই থাকত। স্বামী নেশা করে তাঁর উপর অত্যাচার করতেন বলে দাবি করেছেন অম্বু। পুলিশকে তিনি জানিয়েছেন, শুক্রবার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হয়েছিল। তার পর স্বামী ঘুমোতে চলে যান। সেই সময় হাঁসুয়া দিয়ে স্বামীর গলা কেটে দেন স্ত্রী। জানা গিয়েছে, দম্পতির তিন সন্তান। দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। ছেলে কাজের সূত্রে বাড়ি থেকে দূরে থাকেন। বাবার মৃত্যুর কথা জানতে পেরে তাঁরা বাড়িতে এসেছেন।

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সুমন জয়সওয়াল বলেন, ‘‘বাড়িতে শুধু স্বামী-স্ত্রী ছিলেন। দু’জনের মধ্যে অশান্তি লেগেই থাকত। স্বামী নেশা করতেন। শুক্রবার রাতে চুনা কোড়া ঘুমিয়ে ছিলেন। তখনই হাঁসুয়া দিয়ে স্ত্রী তাঁর গলা কেটে দেন। এলাকাবাসীরা জানতে পারেন। মহিলাকে আটকে রেখেছিলেন। পুলিশের কাছে স্বামীকে খুনের কথা বলেছেন অম্বু। এ নিয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মৃতের দেহও ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।’’

Advertisement
আরও পড়ুন