Awas Yojana

আবাসে পাওয়া বাড়ি বিক্রি করে মালিক ‘হাওয়া’! বন্ধ ফোন, খোঁজ পেতে থানায় বসিরহাট পুর কর্তৃপক্ষ

যে উপভোক্তার বিরুদ্ধে আবাসের বাড়ি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে, তাঁর নাম অঞ্জনা সেন। ২০১৮-১৯ সালে অঞ্জনার নামে আবাসের বাড়ির টাকা বরাদ্দ হয়। সেই টাকা দিয়ে বাড়ি তৈরি করে তিনি বিক্রি করে দেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ ১৫:০১
আবাসের বাড়ি তালাবন্ধ। খুলে ফেলা হয়েছে প্রকল্পের নামফলকও।

আবাসের বাড়ি তালাবন্ধ। খুলে ফেলা হয়েছে প্রকল্পের নামফলকও। —নিজস্ব চিত্র।

আবাস প্রকল্পের তালিকা ঘিরে নানা জায়গায় বিক্ষোভ হচ্ছে। এই প্রেক্ষিতে উঠে এল ভিন্ন এক অভিযোগ। আবাস প্রকল্পে পাওয়া বাড়ি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল এক উপভোক্তার বিরুদ্ধে। সে নিয়ে অভিযোগ দায়ের হল থানায়। উত্তর ২৪ পরগনার বসিরহাট পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের সেনপাড়া এলাকার ঘটনা।

Advertisement

পুলিশ সূত্রের খবর, যে উপভোক্তার বিরুদ্ধে আবাসের বাড়ি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে, তাঁর নাম অঞ্জনা সেন। ২০১৮-১৯ সালে অঞ্জনার নামে আবাসের বাড়ির টাকা বরাদ্দ হয়। সেই টাকা দিয়ে বাড়িও তৈরি করেন তিনি। কিন্তু ওই বাড়িটি অন্য এক ব্যক্তিকে বিক্রি করে দিয়ে অঞ্জনা চলে যান বলে অভিযোগ। নিয়ম অনুযায়ী, সরকারি প্রকল্পে পাওয়া বাড়ি বিক্রি করা যায় না।

এই মুহূর্তে ‘বিতর্কিত বাড়ি’টি তালাবন্ধ অবস্থায় রয়েছে। স্থানীয়দের মাধ্যমে অভিযোগ পেয়ে এলাকার কাউন্সিলর অঞ্জনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তাঁকে পাননি বলে জানিয়েছেন। পুরসভার তরফেও ওই মহিলার খোঁজ নেওয়া হচ্ছিল। কিন্তু অঞ্জনার মোবাইল ফোন বন্ধ পাওয়া গিয়েছে। এলাকার কেউ-ই জানাতে পারেননি অঞ্জনার বর্তমান ঠিকানা। ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাস্কর মিত্র জানান, বাড়িটির সামনে আবাস যোজনার যে ফলক ছিল, সেটিও খুলে ফেলা হয়েছে। আর বাড়িটি যাঁর কাছে অঞ্জনা বিক্রি করেছেন, তাঁরও খোঁজ পাওয়া যায়নি। অগত্যা কাউন্সিলর নিজেই বসিরহাট পুরসভায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাক্রমে পুরসভার এগজ়িকিউটিভ অফিসার এবং আধিকারিকেরা পুরো বিষয়টি খতিয়ে দেখে বসিরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু করেছে পুলিশ।

কাউন্সিলর ভাস্কর বলেন, ‘‘এই ভাবে যদি আবাসের টাকা নিয়ে দুর্নীতি হয়, তাহলে সাধারণ মানুষ যাঁদের সত্যিই বাড়ির প্রয়োজন তাঁরা বঞ্চিত হবেন। এটা বন্ধ হওয়ার দরকার। এ ক্ষেত্রে অভিযুক্তের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন। প্রশাসন সেই কাজ করছে।’’

Advertisement
আরও পড়ুন