ছত্তীসগঢ়ের জঙ্গলে যৌথবাহিনীর অভিযান। —ফাইল চিত্র।
২৪ ঘণ্টার মধ্যেই আবার ছত্তীসগঢ়ের বস্তার ডিভিশনে আইইডি বিস্ফোরণের নিশানা কেন্দ্রীয় বাহিনী। বিজাপুরের পরে এ বার পড়শি জেলা নারায়ণপুরে। শুক্রবার মাওবাদীদের পাতা ‘ফাঁদে’ বিএসএফের দুই জওয়ান গুরুতর জখম হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার কেন্দ্রীয় আধাসেনা সিআরপিএফের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনী ‘কোবরা’র ২০৬ ব্যাটালিয়নের কমান্ডোরা রাজ্য সশস্ত্র পুলিশবাহিনীর সঙ্গে বিজাপুরের বাসাগুড়া থানার গভীর জঙ্গলে অভিযানে গিয়েছিলেন। সে সময় নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-এর সশস্ত্র শাখা পিএলজিএ (পিপল্স লিবারেশন গেরিলা আর্মি)-র পাতা আইইডি বিস্ফোরণে জখম হয়েছিলেন দুই জওয়ান।
প্রসঙ্গত, গত ৬ জানুয়ারি বিজাপুর জেলারই অম্বেলি গ্রামের পাশে বেদ্রে-কুতরু রোডে সম্প্রতি নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি উড়িয়ে দিয়েছিল মাওবাদী বাহিনী। ‘ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ড’ বাহিনীর আট জওয়ান এবং গাড়ির চালক ওই হামলায় নিহত হয়েছিলেন। তার পরেই কেন্দ্রীয় আধাসেনা ও পুলিশের যৌথবাহিনী উচ্চ ক্ষমতাসম্পন্ন মাইন-সন্ধানী যন্ত্র এনে বস্তার ডিভিশন জুড়ে ল্যান্ডমাইন এবং আইইডির খোঁজে জোরকদমে অভিযান শুরু করেছে। সেই অভিযান চালাকালীনই আবার মাওবাদীরা তাঁদের ‘শক্তি’ জানান দিল।