বিরাট কোহলি। —ফাইল চিত্র।
১৩ বছর পর আবার রঞ্জি ট্রফিতে বিরাট কোহলি? ঘরোয়া ক্রিকেটে তাঁর খেলার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। তবে এখনও নিশ্চিত করেননি তিনি। ‘ক্রিকবাজ়’ সূত্রে খবর, রাজকোটে দিল্লি দলে যোগ দেবেন বিরাট। অনুশীলন করবেন। তবে খেলবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
কোচ গৌতম গম্ভীর সকল ভারতীয় ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ মেনে ঋষভ পন্থ, শুভমন গিল, যশস্বী জয়সওয়ালেরা রঞ্জি দলে যোগ দিয়েছেন। তাঁরা খেলবেনও। কিন্তু রোহিত শর্মা এবং বিরাট এখনও নিশ্চিত করেননি তাঁরা খেলবেন কি না। রোহিত ইতিমধ্যেই মুম্বইয়ের রঞ্জি দলে যোগ দিয়েছেন। অনুশীলন করেছেন। কিন্তু বিরাটকে নিয়ে সংশয় ছিল। এ বার শোনা যাচ্ছে তিনিও দলে যোগ দেবেন এবং অনুশীলন করবেন। ম্যাচ খেলবেন কি না তা এখনও জানা যায়নি।
রঞ্জিতে দিল্লির পরবর্তী ম্যাচ সৌরাষ্ট্রের বিরুদ্ধে। ২৩ জানুয়ারি থেকে সেই ম্যাচ শুরু হবে। রাজকোটে হবে ম্যাচ। দিল্লি দলকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ। দিল্লি ক্রিকেট সংস্থার সচিব অশোক শর্মা বলেন, “শুক্রবার আমরা দল ঘোষণা করব। এখনও অবধি বিরাট আমাদের কিছু জানায়নি।”
দিল্লি বনাম সৌরাষ্ট্র ম্যাচে খেলতে পারেন রবীন্দ্র জাডেজাও। সৌরাষ্ট্রের হয়ে খেলেন তিনি। লাল বলের ক্রিকেটে সে ভাবে নজর কাড়তে পারছেন না জাডেজা। ঘরোয়া ক্রিকেট খেলে ভারতীয় ক্রিকেটারেরা ফর্মে ফেরার চেষ্টা করবেন। সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার এক কর্তা বলেন, “জাডেজার খেলার সম্ভাবনা রয়েছে। তবে এখনও সরকারি ভাবে এখনও কিছু জানায়নি।”