Astrology and Palmistry

কোষ্ঠীবিচার না করে, হাত দেখেই বলে দেওয়া যায় কতটা সাফল্য পাবেন, উপায় জানালেন জ্যোতিষী

হাতের রেখা দেখেও এক জনের সম্বন্ধে বিভিন্ন বিষয় বলে দেওয়া যায়। এই ক্ষেত্রে কোষ্ঠীবিচার করারও প্রয়োজন হয় না। এক নজরে দেখা যাক কোন রেখা কী ফল দেয়।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১১:০৭
Astrologer\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s Insight on How Palmistry Can Reveal Life\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s Success Without a Horoscope

—প্রতীকী ছবি।

হাতের তালুর বিভিন্ন রেখা এবং চিহ্ন দেখে কে কোন বিষয়ে শুভ ফল পাবেন তা অনুমান করা যায়। কিন্তু সেই বিষয়ে নিশ্চিত হতে বা কোন সময় তা ফলপ্রসূ হবে তা জানতে অন্যান্য বেশ কিছু বিষয় বিশ্লেষণ করা প্রয়োজন। এক নজরে দেখা যাক কোন রেখা কী ফল দেয়।

Advertisement

আয়ুরেখা: তর্জনী বা বৃহস্পতির ক্ষেত্র থেকে আয়ুরেখা উত্থিত হয়ে সেই রেখা মণিবন্ধ পর্যন্ত নিম্নগামী হলে এবং তাতে যদি যব চিহ্ন থাকে, তা হলে সেই জাতক-জাতিকা মহিলাদের সম্পত্তির উত্তরাধিকারী হন।

ভাগ্যরেখা: ভাগ্যরেখা উত্থিত হয়ে যদি সোজা শনির ক্ষেত্রে, অর্থাৎ মধ্যমার নীচে পর্যন্ত গমন করে এবং সেখান থেকে রেখার একটি শাখা উত্থিত হয়ে অনামিকা অর্থাৎ রবির ক্ষেত্রে যায়, তা হলে জাতক রাজনীতিতে বিখ্যাত হতে পারেন। তিনি প্রচুর অর্থ এবং সম্মানের অধিকারীও হয়ে থাকেন। অনেকে তাঁর সাহায্য পাবেন।

* ভাগ্যরেখা উত্থিত হয়ে যদি সোজা রবির ক্ষেত্রে অর্থাৎ অনামিকার নীচ পর্যন্ত গমন করে, তা হলে জাতক-জাতিকা রাজনীতি, সরকারি পদস্থ আধিকারিক হিসাবে সাফল্য পেতে থাকেন। তাঁরা প্রচুর অর্থ এবং সম্মানের অধিকারী হতে পারেন।

* ভাগ্যরেখা থেকে একটি সরল ও অভগ্ন রেখা উঠে চন্দ্রের ক্ষেত্রে গমন করলে জাতক-জাতিকার বিদেশ ভ্রমণের যোগ থাকে অথবা বিদেশি কোনও সংস্থার দ্বারা অর্থ উপার্জনের সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকে।

* ভাগ্যরেখা থেকে একটি সরল ও অভগ্ন রেখা উঠে বুধের ক্ষেত্রে অর্থাৎ কনিষ্ঠার নীচে গমন করলে জাতক-জাতিকা ব্যবসায় সফলতা প্রাপ্তি করেন।

রবিরেখা: আঙুলের অগ্রভাগগুলো সরু এবং সুন্দর হলে রবিরেখা স্পষ্ট এবং তার উপর দু’টি ত্রিভুজের মতো আকার দেখা গেলে এবং সেই সঙ্গে শুক্র অর্থাৎ বৃদ্ধাঙ্গুলির নিম্নভাগ পরিষ্কার হলে শুক্র শুভ হয়। এই ক্ষেত্রে জাতক-জাতিকা শিল্পজগৎ বা অভিনয়জগৎ থেকে প্রচুর অর্থ, সুনাম এবং সম্মান অর্জন করে থাকেন।

Advertisement
আরও পড়ুন