—প্রতীকী ছবি।
মহড়া চলাকালীন একে অপরকে ধাক্কা ফরাসি বায়ুসেনার দু’টি বিমানের। তার মধ্যে একটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল মাটিতে। মঙ্গলবার উত্তর-পূর্ব ফ্রান্সের একটি বিমানঘাঁটির কাছে ঘটনাটি ঘটেছে। কর্মকর্তারা জানিয়েছেন, ফরাসি বায়ুসেনার ‘অ্যাক্রোব্যাটিক্স’ দলের দু’টি বিমানের মধ্যে এই সংঘর্ষ হয়। দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকে বায়ুসেনার তিন কর্মীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়।
সংবাদ সংস্থা এএফপিকে ফরাসি বিমান এবং মহাকাশ বাহিনী জানিয়েছে, দু’টি আলফা জেট বিমান উত্তর-পূর্ব ফ্রান্সের সেন্ট-ডিজিয়ারের পশ্চিমে একটি বিমানঘাঁটির কাছে একে অপরের সঙ্গে ধাক্কা খায়। একটি বিমান নিয়ন্ত্রণ হারিয়ে কাছে থাকা একটি সাইলোয় ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানটিতে। ওই বিমানের মধ্যে দু’জন চালক এবং এক জন কর্মী ছিলেন। তাঁদের সকলকেই অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, তিন জনের মধ্যে এক জন গুরুতর জখম হলেও দুর্ঘটনায় কারও মৃত্যু হয়নি।
ফরাসি বায়ুসেনার দু’টি বিমানের সংঘর্ষের সেই ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, বিভিন্ন রঙের ধোঁয়া উড়িয়ে মহড়া চলছে ফরাসি বায়ুসেনার ছ’টি বিমানের। গোত্তা খেয়ে নীচের দিকে নামার কৌশল দেখানোর সময় প্রথম চারটি বিমান চলে গেলেও শেষের দু’টি বিমান একে অপরের সঙ্গে ধাক্কা খায়। তার মধ্যে একটি সামলে নিলেও অপর বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে নীচের দিকে পড়তে থাকে। এর পরেই সেটি একটি সাইলোয় গিয়ে ধাক্কা খায়।
ভাইরাল সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘আরটি’ নামে এক্স হ্যান্ডল থেকে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়োটি ইতিমধ্যেই অনেকে দেখেছেন। ভিডিয়ো দেখে উদ্বেগ প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। উল্লেখ্য, গত বছরের অগস্টে পূর্ব ফ্রান্সে দু’টি রাফাল বিমানের সংঘর্ষে দুই পাইলট নিহত হয়েছিলেন।