Sexual Abuse on Child

পুতুল কিনে দেওয়ার লোভ দেখিয়ে ন’বছরের ভাগ্নিকে যৌন নির্যাতন! ১০ বছরের কারাদণ্ড হল মামার

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে নদিয়ার হরিণঘাটা থানা এলাকায় ঘটনাটি ঘটে। অভিযোগ, পুতুল কিনে দেওয়ার লোভ দেখিয়ে দূর সম্পর্কের ভাগ্নিকে যৌন নির্যাতন করেন ওই যুবক। সেই অপরাধের তিন বছরের মাথায় দোষীকে সাজা শোনাল আদালত।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৫ ০০:৪৪
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

বছর তিনেক আগে ন’বছরের ভাগ্নিকে পুতুল কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতন করেছিলেন মামা। ওই মামলাতেই এ বার ১০ বছরের কারাদণ্ড হল তাঁর।

Advertisement

শনিবার প্রসেনজিৎ ধারা নামে ওই যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে কল্যাণীর বিশেষ পকসো আদালত। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে নদিয়ার হরিণঘাটা থানা এলাকায় ঘটনাটি ঘটে। অভিযোগ, পুতুল কিনে দেওয়ার লোভ দেখিয়ে দূর সম্পর্কের ভাগ্নিকে যৌন নির্যাতন করেন ওই যুবক। সেই অপরাধের তিন বছরের মাথায় দোষীকে সাজা শোনাল আদালত। পাশাপাশি, নির্যাতিতা নাবালিকার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছে বিচারক।

আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি নাবালিকাকে যৌন নিগ্রহের ঘটনাটি ঘটেছিল। সে সময় বন্ধুদের সঙ্গে খেলছিল শিশুটি। তখনই অভিযুক্ত তাকে পুতুল কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি নির্জন জায়গায় নিয়ে যান। সেখানেই তাকে নগ্ন করে চালানো হয় নির্যাতন। ঘটনার পর বাড়ি ফিরে শিশুটি সব কথা জানালে সঙ্গে সঙ্গে হরিণঘাটা থানায় অভিযোগ দায়ের করে তার পরিবার। তার কিছু দিনের মধ্যেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

নির্যাতিতা শিশুটির গোপন জবানবন্দি রেকর্ড করা হয়। সাক্ষ্যগ্রহণ করা হয় চিকিৎসক, তদন্তকারী আধিকারিক-সহ মোট ১২ জন সাক্ষীর। ওই মামলাতেই দীর্ঘ তিন বছর ধরে বিচারপ্রক্রিয়া চলার পর শনিবার রায় ঘোষণা করল আদালত।

Advertisement
আরও পড়ুন