Viral Video

বিশাল শঙ্খচূড়ের মাথায় চুমু! কোলে নিয়ে আদর, তার পর কী হল? ভিডিয়ো দেখে বিস্মিত নেটমাধ্যম

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের মধ্যে বসে রয়েছেন দুই যুবক। তাঁদের এক জনের কোলে রাখা একটি বিশাল শঙ্খচূড়়। রাগে ফোঁস ফোঁস করছে সাপটি। তবে যুবক সাপটিকে আদরে ব্যস্ত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৫ ০৯:৩৪
Video of youth and king cobra goes viral

ছবি: এক্স থেকে নেওয়া।

শঙ্খচূড় বিশ্বের অন্যতম বিষাক্ত সাপের মধ্যে একটি। এর বিষে নিউরোটক্সিন থাকে। এই সাপের কামড়ে হৃৎস্পন্দন থেমে যেতে পারে। মৃত্যু হতে পারে শ্বাসরুদ্ধ হয়ে। সেই শঙ্খচূড়কে নিয়েই এ বার রীতিমতো খেলা করতে দেখা গেল এক যুবককে! সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের মধ্যে বসে রয়েছেন দুই যুবক। তাঁদের এক জনের কোলে রাখা একটি বিশাল শঙ্খচূড়়। রাগে ফোঁস ফোঁস করছে সাপটি। তবে যুবক সাপটিকে আদরে ব্যস্ত। সাপটিকে হাতে তুলে নিয়ে তার মুখের কাছে মুখ নিয়ে যান তিনি। পরে মাথার পিছনে চুমুও খান। তবে তাতেও শান্ত হয়নি সেই শঙ্খচূড়। এর পর সাপটিকে কোলে তুলে নিয়ে আদর করতে থাকেন ওই যুবক। গায়ে হাত বুলিয়েও দেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ওয়াইল্ড চার্লস শো’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু লোক সেই ভিডিয়ো দেখেছেন। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। যুবকের সাহসিকতার প্রশংসা করেছেন কেউ কেউ। কেউ আবার ভয়ঙ্কর সরীসৃপকে নিয়ে খেলা করার জন্য ওই যুবকের নিন্দা করেছেন। এক জন লিখেছেন, ‘‘অবিশ্বাস্য। যুবক সত্যিই খুব সাহসী।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘শঙ্খচূড় প্রচণ্ড বিষাক্ত। এই যুবক যা করছেন অন্য কেউ তার চেষ্টা করবেন না।”

Advertisement
আরও পড়ুন