Viral Video

বাগানে ঢুকেছে গোখরো! দেখে ১২ ফুট সাপকে ছিঁড়ে ১১ টুকরো করল পিটবুল, মৃত্যুও হল সাপের কামড়ে

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাড়ির বাগানে ঢুকে পড়েছে একটি বিশাল গোখরো। ফোঁস ফোঁস করছে সে। এমন সময় তেড়ে এল সেই বাড়ির মালিকের পোষ্য দুই সারমেয়। তার মধ্যে একটি পিটবুল প্রজাতির।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ মার্চ ২০২৫ ১৬:৫২
Video of fight between cobra and pitbull goes viral

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মনিবের বাগানে ঢুকে পড়েছে ১২ ফুট লম্বা গোখরো সাপ! সঙ্গীকে সঙ্গে নিয়ে অনাহুত ‘শত্রু’র সঙ্গে দীর্ঘ লড়াই চালাল পোষ্য পিটবুল। ছিঁড়ে টুকরো টুকরো করল বিষধর সাপটিকে। তবে নাকে ছোবল খেয়ে মারাও গেল সে! সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কর্নাটকের হাসন জেলার কাট্টায়া গ্রামে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাড়ির বাগানে ঢুকে পড়েছে একটি বিশাল গোখরো। ফোঁস ফোঁস করছে সে। এমন সময় তেড়ে আসে সেই বাড়ির মালিকের পোষ্য দুই সারমেয়। তার মধ্যে একটি পিটবুল প্রজাতির। গোখরোর উপর ঝাঁপিয়ে পড়ে সে। অন্য কুকুরটি একটু দূর থেকেই চিৎকার করতে থাকে। অন্য দিকে, পিটবুল বার বার কামড়ে ধরে বিষধর সাপটিকে। সাপটিও পাল্টা আক্রমণ চালাতে থাকে। মিনিট পাঁচেক চলে সেই যুদ্ধ। তার মধ্যে সাপটিকে ছিঁড়ে টুকরো টুকরো করে দেয় পিটবুলটি। যুদ্ধ চলাকালীন নাকে ছোবলও খায়। দুই প্রাণীর মধ্যে ভয়ঙ্কর সেই লড়াইয়ের ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সামান্থা গৌড়া নামে এক ব্যক্তির বাগানে ঢুকে পড়েছিল গোখরোটি। সামান্থার পোষ্য পিটবুল ভীমার নজরে পড়ে সেই সাপ। ঝাঁপিয়ে পড়ে সে। তবে বিষধর সাপটিকে মেরে ফেলার কিছু ক্ষণ পরে গোখরোর বিষে তারও মৃত্যু হয়। মৃত্যুর আগে সে গোখরোটিকে ১১ টুকরো করেছিল বলে খবর। ভীমার মালিক সামান্থা সংবাদমাধ্যমে জানিয়েছেন, এই প্রথম নয়, এর আগেও একাধিক বিষাক্ত সাপ শিকার করেছিল তাঁর পোষ্য পিটবুলটি।

সাপ এবং গোখরোর লড়াইয়ের ভিডিয়োটি ইউটিউব চ্যানেল ‘ধ্রুবথারে ইউটিউব চ্যানেল’ থেকে পোস্ট করা হয়েছে বৃহস্পতিবার। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়োটি দেখেছেন। হইচই পড়েছে ভিডিয়োটিকে কেন্দ্র করে। ভিডিয়ো দেখে অনেকে অনেক রকম প্রতিক্রিয়া জানিয়েছেন।

Advertisement
আরও পড়ুন