ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
কালচে সবুজ রঙের উপর গোল হলুদ ছোপ। লম্বায় ২০ ফুট। ওজন কম করে ২০০ কেজি। বিশালাকার সেই সাপকেই কাঁধে তুলে কেরামতি দেখালেন এক যুবক। যে সাপটিতে কাঁধে তুলে ওই যুবককে কেরামতি করতে দেখা গিয়েছে, সেটি একটি ‘গ্রিন অ্যানাকোন্ডা’। অবিশ্বাস্য সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, গ্রিন অ্যানাকোন্ডাটিকে কাঁধে তুলে নিয়েছেন যুবক। সাপটির ভারে ঠিকমতো নড়াচড়া করাও দুষ্কর হয়ে পড়েছে। পাশাপাশি, যুবকের কাঁধে চড়ার পর অ্যানাকোন্ডাটি গলা উঁচু করে উপরের দিকে উঠতেও দেখা গিয়েছে। সেই হাড়হিম করা ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
দিন কয়েক আগে ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখছেন। লক্ষ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের ঝড় বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। নেটাগরিকদের অনেকে অনেক মন্তব্যও করেছেন ভিডিয়োটি দেখে। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘সাপটিকে দেখে খুব ভারী মনে হচ্ছে। আপনার অবস্থাও তো কাহিল। কত ওজন এর?’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘সাপটি এত চকচক করছে কেন? ওর গায়ে কি ক্রিম লাগানো হয়েছে?’’