Viral Video

ব্যাগে চেয়ার নিয়ে ভিড় লোকাল ট্রেনে উঠলেন প্রৌঢ়, পেতে বসেও পড়লেন! তার পর…

মুখোমুখি দুই আসনের মাঝের জায়গায় দাঁড়িয়ে পড়েন তিনি। তার পর ব্যাগ থেকে প্লাস্টিকের একটি মোড়ানো চেয়ার বার করেন প্রৌঢ়। চেয়ারটি খুলে ওই প্যাসেজের মধ্যেই বসে পড়েন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ১৫:১০

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

অফিসের ব্যস্ত সময়। লোকাল ট্রেনে থিকথিক করছে ভিড়। সেই ভিড় ঠেলেই কাঁধে ব্যাগ নিয়ে মুম্বইয়ের লোকাল ট্রেনে উঠে পড়লেন এক প্রৌঢ়। ভিড়ে ঠিক মতো দাঁড়ানোর জায়গা নেই। কিন্তু ভিড় ঠেলে ক্রমাগত ভিতরের দিকে ঢুকে পড়ছেন প্রৌঢ়। মুখোমুখি দুই আসনের মাঝের জায়গায় দাঁড়িয়ে পড়েন তিনি। তার পর ব্যাগ থেকে প্লাস্টিকের একটি মোড়ানো চেয়ার বার করেন প্রৌঢ়। চেয়ারটি খুলে ওই প্যাসেজের মধ্যেই বসে পড়েন তিনি। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘বোরিভালি_চার্চগেট_ভজন’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, মুম্বইয়ের ভিড় লোকাল ট্রেনে উঠে ব্যাগ থেকে একটি প্লাস্টিকের চেয়ার বার করলেন এক ব্যক্তি।

প্যাসেজের উপরেই সেই চেয়ার পেতে বসে পড়লেন তিনি। তাঁকে দেখে অবাক হয়ে যান অন্য যাত্রীরা। আসনে বসে থাকা এক ব্যক্তি ওই প্রৌঢ়ের কাণ্ডকারখানা ফোনের ক্যামেরাবন্দি করছেন দেখে তাঁকে দেখে হাসিমুখে পোজ়ও দিয়ে দেন তিনি। ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘বসার জায়গা পাওয়া যায় না বলে ভালই বুদ্ধি প্রয়োগ করেছেন তিনি।’’

Advertisement
আরও পড়ুন