Viral Video

পড়াশোনা ক্লাস টেন পর্যন্ত, টাকা দিয়ে ‘আইপিএস’ হন! এ বার রিল বানিয়ে নজরে বিহারের সেই তরুণ

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি গাড়ির মধ্যে এক তরুণীর সঙ্গে বসে রয়েছেন মিথিলেশ। তাঁর পরনে সাদা পাঞ্জাবি-পাজামা। গলায় ওড়না। গাড়িতে বসে জনপ্রিয় ভোজপুরি গানে শরীর দোলাচ্ছেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ১৪:১১
Video of fake IPS from Bihar viral again after dancing in Bhojpuri song

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

পড়াশোনা ক্লাস টেন পর্যন্ত। দালালকে দু’লক্ষ টাকা দিয়ে ‘আইপিএস’ হয়েছিলেন। জোগাড় হয়ে গিয়েছিল পুলিশের ইউনিফর্ম, খেলনা বন্দুকও! কিন্তু বেশি দিন সবার চোখে ধুলো দেওয়া যায়নি। পুলিশের হাতে গ্রেফতারও হন। এ বার এক তরুণীর সঙ্গে রিল বানিয়ে হইচই ফেললেন বিহারের সেই ভুয়ো আইপিএস মিথিলেশ কুমার। সম্প্রতি এক তরুণীর সঙ্গে ইনস্টাগ্রাম রিল বানিয়ে ভাইরাল হয়েছেন তিনি। সেই ভিডিয়ো যথেষ্ট আলোড়ন ফেলেছে সমাজমাধ্যম জুড়ে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি গাড়ির মধ্যে এক তরুণীর সঙ্গে বসে রয়েছেন মিথিলেশ। তাঁর পরনে সাদা পাঞ্জাবি-পাজামা। গলায় ওড়না। গাড়িতে বসে বসেই জনপ্রিয় ভোজপুরি গানে শরীর দোলাচ্ছেন তাঁরা। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যে তরুণীর সঙ্গে মিথিলেশকে রিল বানাতে দেখা গিয়েছে তাঁর নাম আশু সিংহ। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিয়োটি এখনও পর্যন্ত প্রায় ১৫ লক্ষ বার দেখা হয়েছে। নেটাগরিকদের অনেকে সেই ভিডিয়ো দেখে মজার মজার মন্তব্যও করেছেন। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘আইপিএস স্যর বিখ্যাত হয়ে গিয়েছেন।’’ অন্য এক জন আবার মন্তব্য, ‘‘এর দু’লক্ষ টাকা ডুবে গিয়েছিল। কিন্তু এ রাতারাতি তারকা হয়ে যাওয়ায় সেই টাকা উসুল হয়ে গিয়েছে।’’

আরও পড়ুন
Advertisement