Viral Video

‘কী বিচ্ছিরি খেতে রে বাবা’! লেটুস খেয়ে মুখ ব্যাজার করল সিংহ, মজার ভিডিয়া ভাইরাল

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি খাঁচার মধ্যে ঘোরাফেরা করছে পশুরাজ। এমন সময় ওই খাঁচার বাইরে থেকে এক জন সিংহটির উদ্দেশে লেটুস পাতা ছুড়ে দেন। তাড়াতাড়ি গিয়ে লেটুসের উপর হামলে পড়ে সিংহটি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ১২:০১
Video of Lion eating lettuce goes viral

ছবি: ইনস্টাগ্রাম।

সিংহ জঙ্গলে থাকুক বা খাঁচায়, মাংস তার চাই-ই চাই। কিন্তু সেই সিংহকে যদি লেটুস পাতা খেতে দেওয়া হয়! সিংহ কি খাবে? সেই উত্তরই মিলেছে সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিয়োয়। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। আর লেটুস খেয়ে সিংহের মুখের অভিব্যক্তি দেখে দেদার মজাও পেয়েছেন ন‌েটাগরিকেরা (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে লাস ভেগাসের একটি চিড়িয়াখানায়। ওই সিংহের নাম হ্যারি। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি খাঁচার মধ্যে ঘোরাফেরা করছে পশুরাজ। এমন সময় ওই খাঁচার বাইরে থেকে এক জন সিংহটির উদ্দেশে লেটুস পাতা ছুড়ে দেন। তাড়াতাড়ি গিয়ে লেটুসের উপর হামলে পড়ে সিংহটি। অভিনব খাবার ভেবে মোক্ষম কামড় বসাতেই সিংহটির মুখের অভিব্যক্তি বদলে যায়। লেটুস খেয়ে মুখ বিকৃত করে সে। দাঁত-মুখ খিঁচিয়ে জিভ বার করে দেয়। বুঝিয়ে দেয়, লেটুস খেয়ে বেজায় অখুশি সে। এর পর তাচ্ছিল্যভরে লেটুস পাতাটি পা দিয়ে নাড়াচাড়া করে মুখ ঘুরিয়ে পালিয়ে যায় পশুরাজ। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘মোমোস.ইউএসএ’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। লক্ষাধিক বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘সিংহকে কেউ লেটুস পাতা খেতে দেয়? বেচারার একদম ভাল লাগেনি।’’ অন্য এক জন আবার মজা করে লিখেছেন, ‘‘এর পর জঙ্গলে গেলে গায়ে লেটুস পাতা বেঁধে রাখব। সিংহ আর আমাকে খাবে না।’’

Advertisement
আরও পড়ুন