Viral Video

হাত বাড়িয়ে নেলপলিশ পরছে বাঁদর, রইল মন ভাল করা ভিডিয়ো

বাঁদরটির নাম ইউরি। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, বিছানায় বসে পায়ে নেলপলিশ পরছিলেন তরুণী। তাঁর দিকে একদৃষ্টে তাকিয়েছিল ইউরি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ১১:৪৬
Yuri, the baby monkey wears nail polish

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

বিছানায় বসে পায়ে নেলপলিশ পরছিলেন এক তরুণী। তাঁর পাশে চুপচাপ বসেছিল ছোট্ট একটি বাঁদর। মন দিয়ে তরুণীর নেলপলিশ পরা দেখছিল সে। তা দেখে বাঁদরটিকেও নেলপলিশ পরিয়ে দিতে শুরু করলেন ওই তরুণী। সমাজমাধ্যমে সেই ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।

Advertisement

‘দ্যমাঙ্কিরিল্‌স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। জানা গিয়েছে, বাঁদরটির নাম ইউরি। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, বিছানায় বসে পায়ে নেলপলিশ পরছিলেন তরুণী। তাঁর দিকে একদৃষ্টে তাকিয়েছিল ইউরি। তরুণীর আঙুলও চেপে ধরেছিল সে। তার আগ্রহ দেখে ইউরির হাতেও নেলপলিশ পরিয়ে দিতে শুরু করলেন ওই তরুণী। হাত বাড়িয়ে শান্ত হয়ে বসেছিল ইউরি। চুপচাপ হাতের দিকে তাকিয়েছিল সে। সমাজমাধ্যমে ইউরির সাজগোজের ভিডিয়ো ছড়িয়ে পড়ায় নেটাগরিকদের অধিকাংশ ভালবাসায় ভরিয়ে দেন। এক নেটব্যবহারকারী বলেছেন, ‘‘বাঁদরটি এতই মিষ্টি যে ভিডিয়োটি দেখে আমার মন ভরে গেল।’’

Advertisement
আরও পড়ুন