Viral Video

‘বাগপতের দ্বিতীয় যুদ্ধ’! প্রকাশ্যে একে অপরকে লাঠিপেটা দু’দল মহিলার, কাছে ঘেঁষলেন না কেউ, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বাগপতের দোঘাট এলাকায় একটি ব্যস্ত রাস্তার উপর মারপিটে মত্ত দু’দল মহিলা। তাঁদের প্রায় প্রত্যেকের হাতেই মোটা লাঠি। আর তা নিয়েই একে অপরের উপর চড়াও হয়েছেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ১২:৪১
Police takes action after video of women seen fighting with each other in Bagpat of Uttar Pradesh

ছবি: এক্স থেকে নেওয়া।

প্রকাশ্য রাস্তায় দু’দল মহিলার মারপিটে রণক্ষেত্রে পরিণত হল উত্তরপ্রদেশের শহর বাগপত। রাস্তার উপরেই লাঠি নিয়ে একে অপরের উপর চড়াও হতে দেখা গেল ওই মহিলাদের। ঘটনাস্থলে ভিড় জমে গেলেও কেউ তাঁদের থামাতে যাওয়ার সাহস দেখাননি। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। উল্লেখ্য, ২০২১ সালেও বাগপতের রাস্তায় এই ধরনের একটি মারপিটের ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল। তাই নতুন ঘটনাটিতে ‘বাগপতের দ্বিতীয় যুদ্ধ’ বলে উল্লেখ করেছেন নেটাগরিকদের অনেকে।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বাগপতের দোঘাট এলাকায় একটি ব্যস্ত রাস্তার উপর মারপিটে মত্ত দু’দল মহিলা। তাঁদের প্রায় প্রত্যেকের হাতেই মোটা লাঠি। আর তা নিয়েই একে অপরের উপর চড়াও হয়েছেন তাঁরা। যে যাঁকে পারছেন, লাঠি দিয়ে মারছেন। ঘটনাস্থলে ভিড় জমে গেলেও কেউ তাঁদের আটকানোর সাহস দেখাননি। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে।

এক্স হ্যান্ডলে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক-কমেন্টের ঝড় উঠেছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ মজার মজার মন্তব্য করলেও একাংশ আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। ইতিমধ্যেই এই ঘটনায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বাগপত পুলিশ।

Advertisement
আরও পড়ুন