ছবি: সংগৃহীত।
নদীর উপরে থাকা পাথরে দাঁড়িয়ে রোদ পোহাচ্ছিল সিংহ। জলে নামতেই শিকারের উদ্দেশে তেড়ে এল কুমির। কামড়েও ধরল। জলের শিকারির মরণকামড় থেকে কোনও রকমে প্রাণ বাঁচাল পশুরাজ। এমনই এক ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল ভিডিয়োটি হইচই ফেলেছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কুল কুল করে বয়ে যাচ্ছে একটি পাথুরে নদীর জল। নদীর মাঝ বরাবর উঁচু একটি পাথরে দাঁড়িয়ে রোদ পোহাচ্ছে সিংহ। বেশ কিছু ক্ষণ এ দিক ও দিক তাকিয়ে সে নদীর জলে নামে। সাঁতরে নদীর তিরের দিকে যাওয়ার চেষ্টা করে। এমন সময় নদীতে ভেসে ওঠে একটি কুমির। সিংহকে দেখামাত্রই শিকারের উদ্দেশে তেড়ে যায়। কুমিরটিকে দেখে সিংহও পড়িমড়ি করে পালানোর চেষ্টা করে। কিন্তু কুমিরের গতিবেগের কাছে হেরে যায়। সিংহটিকে কামড়ে ধরে কুমির। জলের তলায় টেনেও নিয়ে যায়। কিন্তু প্রাণপণ চেষ্টা করে সিংহ আবার ভেসে ওঠে। জলের মধ্যে এক প্রকার লাফিয়ে লাফিয়ে নদীর পাড়ের দিকে এগিয়ে যায়। কুমিরটি অবশ্য সিংহের দিকে আর এগিয়ে যায়নি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
‘লেটেস্ট সাইটিং’ নামের ইউটিউব অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছিল বহু দিন আগে। কিন্তু সম্প্রতি সেটি আবার ভাইরাল হয়েছে। প্রায় আ়়ড়াই কোটি বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। লাইক পড়েছে ৫৮ হাজার। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। ভিডিয়োটি দেখে এক জন লিখেছেন, ‘‘কুমিরকে দেখে আমি খুব ভয় পাই। কুমিরের মুখ থেকে আমি কখনওই কোনও শিকারকে বেঁচে ফিরতে দেখিনি।’’