Viral Video

মদ খেয়ে মালিক বেহাল, গুঁতিয়ে বাড়ি পৌঁছে দিল পোষ্য ষাঁড়! মন ভাল করা ভিডিয়ো ভাইরাল

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, মত্ত অবস্থায় রাস্তায় হাঁটছেন এক মধ্যবয়স্ক ব্যক্তি। রাস্তা চিনে ঠিক মতো বাড়ি ফেরা তো দূর অস্ত্‌, নেশার ঘোরে ভাল ভাবে দাঁড়াতেও পারছেন না তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫ ১১:১৯

ছবি: এক্স থেকে নেওয়া।

মদ খেয়ে বেহাল দশা মালিকের। পথ চিনে বাড়ি ফেরার ক্ষমতাটুকুও নেই। রক্ষার্থে এগিয়ে এল তাঁরই পোষ্য ষাঁড়। গুঁতিয়ে গুঁতিয়ে বাড়ি পৌঁছে দিল সাবধানে। নতুন বছরের শুরুতে এমনই এক মন ভাল করা ভিডিয়োকে কেন্দ্র করে সমাজমাধ্যমে কথা শুরু হয়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। তবে সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মজার সেই ঘটনাটি ঘটেছে ব্রাজ়িলে।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মত্ত অবস্থায় রাস্তায় হাঁটছেন এক মধ্যবয়স্ক ব্যক্তি। রাস্তা চিনে ঠিক মতো বাড়ি ফেরা তো দূর অস্ত্‌, নেশার ঘোরে ভাল ভাবে দাঁড়াতেও পারছেন না তিনি। সেই সময় তাঁর দিকে সাহায্যের ‘হাত’ বাড়িয়ে দেয় তাঁরই পোষ্য ষাঁড়। মালিকের পিঠে আলতো আলতো গুঁতো দিয়ে বাড়ির দিকে নিয়ে যায় সে। আর মালিকও হাসি মুখে পোষ্যের উপর নির্ভর করে এগিয়ে যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে গত মঙ্গলবার। ইতিমধ্যেই লক্ষ লক্ষ বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। ভিডিয়োটিকে কেন্দ্র করে লাইক-কমেন্টের ঝড় উঠেছে। ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্য করেছেন অনেকে। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘এই না হলে পোষ্য। ভিডিয়ো দেখে মন ভাল হয়ে গেল।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘মানুষ এত মদ খায় কী করে বুঝতে পারি না। ষাঁড় না থাকলে তো রাস্তায় গড়াগড়ি খেতে হত।’’

Advertisement
আরও পড়ুন