Elope

অন্যের স্ত্রীকে নিয়ে চম্পট যুবকের, একা ফিরে এলে ধুন্ধুমার দুই পরিবারে, মৃত পাঁচ বছরের শিশু

মৃত শিশুর পরিবারের দাবি, গত ৩ নভেম্বর তাদের বাড়ির বধূকে ‘ফুঁসলিয়ে’ পালিয়ে গিয়েছিলেন জসমল। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে বধূর পরিবার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫ ১৭:৪৯
দুই পরিবারের ঝামেলার জেরে উত্তপ্ত করাউলি খালসা গ্রাম।

দুই পরিবারের ঝামেলার জেরে উত্তপ্ত করাউলি খালসা গ্রাম। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

গ্রামের এক বধূর সঙ্গে পালিয়ে গিয়েছিলেন যুবক। মাস কয়েক পর তিনি গ্রামে ফিরলেও সঙ্গে ছিলেন না বধূ। সেই নিয়ে দুই পরিবারের বচসা চরমে ওঠে। একে অপরের দিকে ঢিল ছুড়তে থাকেন দুই পরিবারের সদস্যেরা। তার মধ্যে পড়ে পাথরের ঘায়ে মৃত্যু হল পাঁচ বছরের শিশুর। তার পরিবারের আরও দু’জন আহত। উত্তরপ্রদেশের অলওয়ারের ঘটনা। পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Advertisement

অলওয়ারের রামগড় থানার অধীনে করাউলি খালসা গ্রামের বাসিন্দা জসমল। মৃত শিশুর পরিবারের দাবি, গত ৩ নভেম্বর তাদের বাড়ির বধূকে ‘ফুঁসলিয়ে’ পালিয়ে গিয়েছিলেন জসমল। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে বধূর পরিবার। তাদের দাবি, দিন দুই আগে গ্রামে ফিরেছিলেন অভিযুক্ত যুবক। তবে সঙ্গে সেই বধূ ছিলেন না। তাঁর কথা জসমলকে জিজ্ঞেস করায় দুই পরিবারের মধ্যে বচসা শুরু হয়। তা গড়ায় পাথর ছোড়াছুড়িতে।

মৃত শিশুর পরিবারের অভিযোগ, জসমলের পরিবারের মহিলারা লাঠি, পাথর নিয়ে চড়াও হন তাঁদের উপর। পাঁচ বছরের শিশুকেও রেহাই দেওয়া হয়নি। তার মাথায় জসমল, ইন্নাস এবং আরশাদ নামে তিন জন পাথর ছোড়ে বলে দাবি করেছে ওই পরিবার। তাতেই মৃত্যু হয়েছে শিশুটির। রামগড়ের ডিএসপি সুনীল কুমার জানিয়েছেন, ওই ঘটনার পর থেকে তিন অভিযুক্ত ফেরার। তাঁদের খোঁজ চলছে। গ্রামের পরিস্থিতি উত্তপ্ত। সে কারণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন