Viral Video

মিষ্টি খাওয়া নিয়ে মণ্ডপেই ‘যুদ্ধ’, টোপর ছুড়ে পাত্রীর চুল ধরে মার! পাল্টা জুটল চড়-কিল, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, মিষ্টি খাওয়ানো নিয়ে মণ্ডপের মধ্যেই বিবাদ শুরু হয়েছে বর-কনের। বাগ্‌বিতণ্ডা ক্রমেই গড়ায় হাতাহাতিতে। বর মিষ্টি খাওয়াতে গেলে তাঁর হাত সরিয়ে তাঁকে সপাটে চড় মারেন কনে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ ০৯:৩৩

ছবি: এক্স থেকে নেওয়া।

সারা দেশে বিয়ের মরসুম চলছে। চলছে সাজগোজ, নাচগান, খাওয়াদাওয়া। প্রিওয়েডিং‌‌, ব্যাচেলর পার্টির ধুমও লেগেই রয়েছে। তবে তারই সঙ্গে বিয়েবাড়ির অন্দরের বিভিন্ন মজার মজার ভিডিয়োও প্রকাশ্যে আসছে। সেই ভিডিয়োগুলি নিয়ে হইচই পড়ছে সমাজমাধ্যমে। সে রকমই একটি ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দেখে হাসির রোল উঠেছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি ভাইরাল হয়েছে। (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।) ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মিষ্টি খাওয়ানো নিয়ে মণ্ডপের মধ্যেই বিবাদ শুরু হয়েছে বর-কনের। বাগ্‌বিতণ্ডা ক্রমেই গড়ায় হাতাহাতিতে। বর মিষ্টি খাওয়াতে গেলে তাঁর হাত সরিয়ে তাঁকে সপাটে চড় মারেন কনে। বরও ছেড়ে দেবার পাত্র নন। তিনিও পাল্টা চড় কষান হবু স্ত্রীর গালে। এর পর দু’জনের মধ্যে মারপিট শুরু হয়ে যায়। টোপর ছুড়ে ফেলে পাত্রীর চুল মুঠি ধরে পেটাতে থাকেন পাত্র। পাল্টা কিল-চড়-ঘুষি মারতে থাকেন পাত্রীও। এর পর হবু বরের চুল মুঠি ধরে ফেলেন তিনি। এক ঝটকায় ফেলে দেন নীচে। রণক্ষেত্রের চেহারা নেয় মণ্ডপ। আত্মীয়-পরিজনেরা অনেক চেষ্টা করেও তাঁদের বাগে আনতে পারেননি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

‘ঘর কা কলেশ’ নামে এক্স হ্যান্ডল থেকে ২০২২ সালের ১৩ ডিসেম্বর ভিডিয়োটি পোস্ট করা হয়েছিল। সেই ভিডিয়োই সম্প্রতি নতুন করে ভাইরাল হয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লক্ষাধিক বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্যও করেছেন অনেকে।

Advertisement
আরও পড়ুন