কর্নাটকে ছাত্রীকে অপহরণের অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক। — প্রতীকী চিত্র।
নাবালিকা ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে গ্রেফতার হলেন এক গৃহশিক্ষক। বেঙ্গালুরুর ওই গৃহশিক্ষক প্রায় মাস দেড়েক আগে কিশোরীকে নিয়ে পালিয়ে যান। পরিবারের অভিযোগ ছিল, ছাত্রীকে অপহরণ করে পালিয়েছেন শিক্ষক। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। গত রবিবার কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শিক্ষককেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত শিক্ষক বিবাহিত। দু’বছরের এক সন্তানও রয়েছে তাঁর।
গত ২৩ নভেম্বরে ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে বছর পঁচিশের ওই শিক্ষকের বিরুদ্ধে। ছাত্রীর পরিবার থানায় গিয়ে অভিযোগ জানান। পরিবারের অভিযোগের ভিত্তিতে অপহরণের মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ বেঙ্গালুরুর জেপি নগর থানার পুলিশ। বেঙ্গালুরুর ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) বিজে লোকেশ জানান, গত ৫ জানুয়ারি কিশোরীকে উদ্ধার করা হয়েছে। নাবালিকাও পুলিশকে জানায়, তাকে অপহরণ করে নিয়ে গিয়েছিলেন শিক্ষক। এর পরে অভিযুক্ত গৃহশিক্ষককেও গ্রেফতার করে পুলিশ। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে অপহরণ এবং ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ। পকসো আইন (নাবালিকা নির্যাতন)-এর ধারাও যুক্ত করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।
পুলিশ সূত্রে খবর, মাস দেড়েক আগে ছাত্রীকে নিয়ে পালানোর সময় অভিযুক্ত একটি চিরকুট ফেলে গিয়েছিলেন বাড়িতে। সেখানে তিনি লিখেছিলেন, এক ছাত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। ওই ছাত্রীর সঙ্গে তিনি পালিয়ে যাচ্ছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নববিবাহিত দম্পতির পরিচয়ে কিশোরীকে নিয়ে একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করেছিলেন তিনি। সেখান থেকেই কিশোরীকে উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় অভিযুক্ত গৃহশিক্ষককেও।