Claudia Sheinbaum

বেআইনি অস্ত্র ফেরত দিলেই মিলবে পুরস্কার! ঘোষণা করলেন মেক্সিকোর প্রেসিডেন্ট

ক্লডিয়া বুধবার জানান, হিংসা ও অপরাধ কমাতে দেশের নাগরিকদের নিরস্ত্র করাটা জরুরি বলে মনে করছেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ ২৩:৪২
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম। ছবি: রয়টার্স।

বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার বিষয়ে দীর্ঘদিন ধরেই দুর্নাম রয়েছে মেক্সিকোবাসীর। এ বার সে দেশের প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম সাধারণ নাগরিকদের কাছ থেকে অস্ত্র উদ্ধারে নতুন পরিকল্পনার কথা ঘোষণা করেলন।

Advertisement

ক্লডিয়া বুধবার জানান, হিংসা ও অপরাধ কমাতে দেশের নাগরিকদের নিরস্ত্র করাটা জরুরি বলে মনে করছেন তাঁরা। তবে কঠোর আইনি পদক্ষেপ নয়, অস্ত্র সমর্পণে উৎসাহ দিতে বিশেষ আর্থিক পুরস্কার চালুর কৌশল নিয়েছেন তিনি।

হ্যান্ডগান, রিভলভার, মেশিনগান, স্বয়ংক্রিয় রাইফেল-সহ বিভিন্ন বেআইনি আগ্নেয়াস্ত্র ফেরত দিলে মেক্সিকোর নাগরিকেরা সর্বনিম্ন ৪৩০ ডলার (প্রায় ৩৭ হাজার টাকা) সর্বোচ্চ ১,৩০০ ডলার (প্রায় ১ লক্ষ ১২ হাজার টাকা) আর্থিক সহায়তা দেওয়া পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট। সেই সঙ্গে তাঁর আশ্বাস, ‘‘যাঁরা অস্ত্র ফেরত দেবেন, তাঁদের বিরুদ্ধে কোনও মামলা করা হবে না।’’

Advertisement
আরও পড়ুন