—প্রতীকী ছবি।
প্রেমিকার কাছে ‘হিরো’ সাজতে সিংহের খাঁচায় ঢুকেছিলেন। চিড়িয়াখানার কর্মীকে ফালা ফালা করে দিল পশুরাজ। ঘটনাচক্রে, পুরো দৃশ্যটি ওই চিড়িয়াখানা কর্মীর ফোনেই ক্যামেরাবন্দি হয়েছে। সংবাদমাধ্যম মিররে প্রতিবেদন অনুযায়ী, মর্মান্তিক সেই ঘটনাটি ঘটেছে উজ়বেকিস্তানের একটি ব্যক্তিগত চিড়িয়াখানায়।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিহত যুবকের নাম এফ ইরিসকুলভ (৪৪)। তিনি উজবেকিস্তানের পার্কেন্ট শহরের একটি ব্যক্তিগত চিড়িয়াখানায় কাজ করতেন। গত ১৭ ডিসেম্বর প্রেমিকাকে চমক দিতে বাহাদুরি দেখিয়ে ভোর পাঁচটা নাগাদ সিংহের খাঁচায় প্রবেশ করেন ইরিসকুলভ। উদ্দেশ্য ছিল, তাঁর সিংহের খাঁচায় প্রবেশের দৃশ্য ক্যামেরাবন্দি করে রাখা এবং পরে প্রেমিকাকে দেখানো। প্রথমে সব কিছু ঠিক থাকলেও একটি সিংহ হঠাৎই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। ইরিসকুলভ অনেক চেষ্টা করেও ‘সিম্বা’ নামের সিংহটিকে শান্ত করতে পারেননি। সিংহটি কয়েক মুহূর্তের মধ্যেই তাঁকে ফালা ফালা করে দেয়। দুর্ভাগ্যবশত সেই ঘটনাটি ইরিসকুলভের ফোনে ক্যামেরাবন্দি হয়। সেই ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।
সংবাদমাধ্যম ডেলিস্টারের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় পুলিশ ঘটনাটি নিয়ে বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে, ১৭ ডিসেম্বর তাসখন্দ অঞ্চলের পার্কেন্ট শহরের একটি ব্যক্তিগত চিড়িয়াখানার সিংহের খাঁচায় ঢুকেছিলেন এক চিড়িয়াখানা কর্মী। ওই খাঁচায় তিনটি সিংহ ছিল। তাদের মধ্যে এক জন চিড়িয়াখানা কর্মীর উপর হামলা চালায়। পরে সিংহ তিনটি খাঁচা থেকে বেরিয়ে যায়। যদিও পরে তাদের আবার খাঁচায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু গুরুতর জখমের কারণে ওই চিড়িয়াখানা কর্মীর মৃত্যু হয়েছে।