ছবি: এক্স থেকে নেওয়া।
ভি়ড়ে ঠাসা রেলস্টেশন। ট্রেনের ভিতরেও তিলধারণের জায়গা নেই। এই অবস্থায় ট্রেনে ওঠা প্রায় অসম্ভব। সেই অসম্ভবকে সম্ভব করতে এগিয়ে এলেন এক কুলি। একের পর এক ট্রেনের জানলা দিয়ে যাত্রীকে পাঁজাকোলা করে জানলা দিয়ে কামরার ভেতরে প্রবেশ করিয়ে দিলেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমে সেই ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে, যা দেখে চমকে উঠেছেন অনেকেই।
ব্যাগ ও জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়ার জন্য কুলিদের সাহায্য ছাড়া গতি থাকে না অনেকেরই। কিন্তু ভিডিয়োয় দেখানো কুলির এই ‘অতিরিক্ত পরিষেবা’ দেওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই চর্চা শুরু হয়েছে সমাজমাধ্যমে। ‘হাসনাজরুরিহ্যায়’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভিডিয়োয় দেখা গিয়েছে, প্লাটফর্মে দাঁড়িয়ে রয়েছে একটি ট্রেন। জনাকীর্ণ প্লাটফর্মে লাল জামা ও সাদা প্যান্ট পরা এক ব্যক্তি ট্রেনের জানলা দিয়ে কয়েক জনকে তুলে ধরে কামরার ভিতরে ঠেলে ঢুকিয়ে দিতে সাহায্য করছেন। ট্রেনের আপৎকালীন জানলার ফাঁকা জায়গা দিয়ে প্রথমে এক জন শাড়ি পরা মহিলাকে রীতিমতো কোলে তুলে কামরায় প্রবেশ করিয়ে দেন ওই কুলি। তার পর সুটকেস সমেত এক যুবক ও এক তরুণীকে ঠেলে জানলা দিয়ে ট্রেনের মধ্যে জায়গা করে নিতে সাহায্য করেন ওই ব্যক্তি। যা দেখে হকচকিয়ে গিয়েছে সমাজমাধ্যম। বেশির ভাগ সমাজমাধ্যম ব্যবহারকারীই কুলির গায়ের জোরের প্রশংসা করেছেন। ভিডিয়োটি ২৫ লক্ষ বার দেখা হয়েছে।