Jaipur school fee

স্কুলে ক্লাস ওয়ানে পড়ার খরচ বছরে সাড়ে চার লাখ, বাসভাড়াই লাখ টাকার বেশি!

ঋষভ জৈন নামের এক ব্যক্তি নিজের এক্স হ্যান্ডল থেকে স্কুলের বেতনের পরিমাণ উল্লেখ করে পোস্ট করেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ১১:২০
Jaipur schools charging over Rs 4 lakh in annual fees for their kids

ছবি: এক্স থেকে নেওয়া।

স্কুলে ক্লাস ওয়ানে পড়ার জন্য বছরে গুনতে হবে প্রায় সাড়ে চার লাখ টাকা! রাজস্থানের জয়পুরের একটি নামী স্কুলের বেতন কাঠামো প্রকাশ্যে আসার পর বিতর্ক শুরু হয়েছে সমাজমাধ্যম জুড়ে। ‘ভাল শিক্ষা একটি বিলাসিতা, যা মধ্যবিত্তদের আয়ত্তের বাইরে’ শীর্ষক একটি পোস্ট সম্প্রতি এক্স হ্যান্ডল থেকে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঋষভ জৈন নামের এক ব্যক্তি নিজের এক্স হ্যান্ডল থেকে স্কুলের বেতনের পরিমাণ উল্লেখ করে পোস্ট করেন। সেই পোস্টে তিনি লিখেছেন, কারও বেতন যদি বছরে ২০ লাখ টাকা হয়, তবেই ভারতে ভাল মানের স্কুলে সন্তানের শিক্ষার সুযোগ মিলবে।

Advertisement

ঋষভ তাঁর কন্যাকে পরের বছর প্রথম শ্রেণিতে ভর্তি করার জন্য এই স্কুলটিকে বেছে নিয়েছিলেন। এই স্কুলের যে বেতন কাঠামোটি তিনি প্রকাশ্যে এনেছেন, তা দেখে তাক লেগে গিয়েছে সমাজমাধ্যম ব্যবহারকারীদের। স্কুলের রেজিস্ট্রেশন ফি দু’হাজার টাকা, ভর্তি বাবদ দিতে হবে ৪০ হাজার টাকা। এ ছাড়া বার্ষিক বেতন বাবদ ২ লক্ষ ৫২ হাজার টাকা। স্কুলে যাতায়াতের বাসভাড়াই বছরে এক লক্ষ আট হাজার টাকা। বই ও পোশাকের জন্য ধার্য করা হয়েছে ২০ হাজার টাকা। সব মিলিয়ে ৪ লক্ষ ২২ হাজার টাকা। ঋষভ পোস্টে উল্লেখ করেছেন যে, বছরে ২০ লক্ষ টাকা উপার্জনকারী ব্যক্তিদেরও তাঁদের সন্তানদের একটি ভাল স্কুলে পাঠানোর সামর্থ্য নেই। সমাজমাধ্যম ব্যবহারকারীরা লিখেছেন, ‘‘এই স্কুলে পড়াতে হলে ১২ বছরে প্রায় ১ কোটি টাকা খরচ পড়বে। যা মধ্যবিত্তদের পক্ষে অসম্ভব। কী ভাবে একে নিয়ন্ত্রণ করা যায়, তা নিয়ে আলোচনার প্রয়োজন, নয়তো শিক্ষার মান হ্রাস পাবে।’’

আরও পড়ুন
Advertisement