Viral Video

শূন্যে ঝুলে ভয়ঙ্কর যুদ্ধ গোসাপ এবং গোখরোর! মাটিতে নামতেই ঘটল অবিশ্বাস্য ঘটনা, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি প্রাচীর থেকে ঝুলছে একটি দৈত্যাকার গোসাপ। মুখে একটি বিষধর গোখরো ধরে রেখেছে সে। সাপটিও গোসাপের হাত থেকে রক্ষা পাওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ১২:২৪

ছবি: ইনস্টাগ্রাম।

শূন্যে ঝুলে ঝুলেই যুদ্ধ চলছে গোসাপ এবং সাপের মধ্যে। মাঝারি আকারের ওই গোখরোটিকে বাগে এনেও ফেলেছিল গোসাপটি। মুখে করে চেপে ধরেছিল তাকে। তবে তার পরেই ঘটে গেল এমন ঘটনা, যার ফলে প্রাণ বাঁচিয়ে পালাতে হল গোসাপটিকে। সেই ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরালও হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি প্রাচীর থেকে ঝুলছে একটি দৈত্যাকার গোসাপ। মুখে একটি বিষধর গোখরো ধরে রেখেছে সে। সাপটিও গোসাপের হাত থেকে রক্ষা পাওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। এমন সময় এক জন যুবক এসে গোসাপের লেজ ধরে সেটিকে মাটিতে নামিয়ে দেয়। এর পরেই খেল দেখায় গোখরোটি। গোসাপের গলায় লেজ পেঁচিয়ে জোরে ঝটকা দেয় সে। এর পরেই গোখরোটিকে ছে়ড়ে দিয়ে পড়িমড়ি করে পালাতে দেখা যায় গোসাপকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট হওয়া ভিডিয়োটি ইতিমধ্যেই ১৭ লক্ষ বার দেখা হয়েছে। লাইক পড়েছে ৩০ হাজারের বেশি। নেটাগরিকদের অনেকেই লাইক এবং কমেন্ট করেছেন ভিডিয়োটি দেখে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘গোসাপ এবং গোখরোর এই লড়াইয়ের ভিডিয়ো দেখে যথেষ্ট ভয় লাগল।’’

Advertisement
আরও পড়ুন