Bizarre News

১৪ লক্ষ টাকা খরচ করে অস্ত্রোপচার! পাঁজরের কাটা হাড়ের মুকুট তৈরির অদ্ভুত ইচ্ছা নেটপ্রভাবীর

অস্ত্রোপচারের পর এখন অনেকটাই সুস্থ রয়েছেন এমিলি। আর তার পরেই সাক্ষাৎকারে তিনি ওই কথা জানিয়েছেন। নিজের ইচ্ছার কথা জানিয়ে তাঁর শরীরে অস্ত্রোপচার করা চিকিৎসক এবং নার্সদের ধন্যবাদও জানিয়েছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ১৮:১৬

ছবি: সংগৃহীত।

প্রায় ১৪ লক্ষ টাকা খরচ করে পাঁজরের অস্ত্রোপচার করিয়েছিলেন আমেরিকার এক নেটপ্রভাবী। সেই পাঁজরের হাড় দিয়েই এ বার মুকুট বানানোর ইচ্ছাপ্রকাশ করলেন তিনি। আমেরিকার কানসাস শহরের ওই রূপান্তকামী মহিলা নেটপ্রভাবীর নাম এমিলি জেমস। এমিলি জানিয়েছেন, বিশেষ কারণে অস্ত্রোপচার করিয়েছিলেন তিনি। অস্ত্রোপচারের পরে পাঁজরের কাটা হাড়গুলি তাঁকে দিয়ে দেন চিকিৎসকেরা। সেগুলি দিয়েই তিনি মুকুট বানাতে চান বলে জানিয়েছেন তিনি।

Advertisement

সম্প্রতি ‘ক্যাটারস নিউজ়’ নামের এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এমিলি বলেন, ‘‘আমি প্রথমে ভেবেছিলাম হাড়গুলি আমি আমার প্রিয়জনদের উপহার দেব। তবে এখন মনে হচ্ছে এগুলি অন্য কাজে লাগবে। হাড়গুলি দিয়ে মুকুট তৈরির পরিকল্পনা করছি আমি।’’ অস্ত্রোপচারের পর এখন অনেকটাই সুস্থ রয়েছেন এমিলি। আর তার পরেই সাক্ষাৎকারে তিনি ওই কথা জানিয়েছেন। নিজের ইচ্ছার কথা জানিয়ে তাঁর শরীরে অস্ত্রোপচার করা চিকিৎসক এবং নার্সদের ধন্যবাদও জানিয়েছেন।

সমাজমাধ্যমে এমিলি একজন পরিচিত ব্যক্তিত্ব। প্রকাশ্যেই পাঁজর অপসারণের কথা জানিয়েছেন তিনি। অস্ত্রোপচারের কয়েক দিন আগেও অনুগামীদের জন্য একটি ভিডিয়ো পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘‘তিন দিনের মধ্যে আমি আমার দু’পাশের তিনটি করে পাঁজর সরিয়ে ফেলছি।’’ এর পরে আবার অস্ত্রোপচারের পরে তিনি কেমন আছেন তা-ও জানিয়েছিলেন। তবে পাঁজরের হাড় নিজের কাছে রাখার জন্য নেটাগরিকদের একাংশের কটাক্ষের মুখেও পড়তে হয় এমিলিকে। যদিও রূপান্তরকামী এমিলির দাবি, তিনি তাঁর শরীর নিয়ে যা খুশি করতে পারেন। এই নিয়ে কারও কিছু বলার থাকতে পারে না।

Advertisement
আরও পড়ুন