Bizarre News

একাকিত্ব দূর করার ওষুধ ‘জাদু কি ঝাপ্পি’! আলিঙ্গনে মোটা আয় আলেকজ়ান্দ্রার, রয়েছে অসভ্যতার দাওয়াইও

একাকী মানুষদের বার করে আনতে অভিনব পরিষেবা শুরু করেছেন পোল্যান্ডের এক তরুণী। একাকিত্ব নিয়ে তাঁর কাছে গেলেই আলিঙ্গন করে তা দূর করবেন তিনি। অন্তত তেমনটাই দাবি তাঁর।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ১০:২২

ছবি: সংগৃহীত।

‘একলা ঘর আমার দেশ’— রূপম ইসলামের এই গানই যেন হয়ে উঠছে ভারতীয় তরুণদের মনের কথা। বর্তমান যুগে জীবন মানেই শুধু দৌড়ে চলা। মানুষের সঙ্গে সম্পর্ক যেন কেবল মুঠোফোনেই আবদ্ধ। তার ফল? মানুষ এগিয়ে যাচ্ছে একাকিত্বের নিকষ কালো অন্ধকারের দিকে। আর সেই অন্ধকার থেকেই একাকী মানুষদের বার করে আনতে অভিনব পরিষেবা শুরু করেছেন পোল্যান্ডের এক তরুণী। একাকিত্ব নিয়ে তাঁর কাছে গেলেই আলিঙ্গন করে তা দূর করবেন তিনি। অন্তত তেমনটাই দাবি তাঁর। যদিও এর বদলে দিতে হবে মোটা টাকা। আলিঙ্গন পরিষেবা দিতে ইতিমধ্যে একটি সালোঁও খুলে ফেলেছেন ওই বিদেশিনি।

Advertisement

সংবাদমাধ্যম ডেলি মেলের প্রতিবেদন অনুযায়ী, পোল্যান্ডের ওই তরুণীর নাম আলেকজ়ান্দ্রা ক্যাসপেরেক। পোল্যান্ডের কাতোভিসে ২০২৩ সাল থেকে ‘কাডলিং সালোঁ’ চালাচ্ছেন তিনি। ‘আনিয়া ওড প্রজিটুলানিয়া’ নামের ওই সালোঁয় গেলেই একাকিত্বে ভোগা গ্রাহকদের আলিঙ্গন করেন আলেকজ়ান্দ্রা। চেষ্টা করেন তাঁদের একাকিত্বের অন্ধকার থেকে বাইরে বার করে আনার।

কিন্তু কী ভাবে গ্রাহকদের আলিঙ্গন পরিষেবা দেন আলেকজ়ান্দ্রা? সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গ্রাহকেরা আলেকজ়ান্দ্রার সালোঁয় ঢুকলেই তাঁদের স্বাগত জানাতে প্রথমে এক বার আলিঙ্গন করা হয়। এর পরে তাঁদের সঙ্গে কথা বলেন আলেকজ়ান্দ্রা। কথা শেষ হওয়ার পর গ্রাহকদের স্নান করতে পাঠানো হয়। স্নান করে আসার পর নতুন পোশাকও দেওয়া হয়। এর পর গ্রাহকদের আলিঙ্গন করেন আলেকজ়ান্দ্রা। এক থেকে দু’ঘণ্টা চলে সেই আলিঙ্গন প্রক্রিয়া।

প্রতি ঘণ্টার আলিঙ্গন পরিষেবার জন্য গ্রাহকদের কাছে ৩১০০ টাকা করে নেন আলেকজ়ান্দ্রা। তবে গ্রাহক অনুপযুক্ত আচরণ করলে সঙ্গে সঙ্গে জরিমানা করা হয়। গ্রাহকদের মধ্যে পুরুষ এবং মহিলা— উভয়েই থাকেন। বেশির ভাগেরই বয়স ৪০-৬০ বছরের মধ্যে।

Advertisement
আরও পড়ুন