প্রতিনিধিত্বমূলক ছবি।
স্ত্রীকে লক্ষ্য করে পর পর তিন রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে নৈহাটির একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, মহিলার অবস্থা আশঙ্কাজনক। তবে কী কারণে স্ত্রীকে গুলি চালিয়েছেন অভিযুক্ত, তা এখনও স্পষ্ট নয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার নৈহাটির শিবদাসপুর থানার রাজেন্দ্রপুর এলাকায় বাড়ি অভিযুক্ত মহেন্দ্রপ্রতাপ ঘোষের। কয়েক বছর আগে চন্দ্রলেখা নামে এক মহিলার সঙ্গে তাঁর বিয়ে হয়। শনিবার বিকেলের পর তাঁদের ঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় চন্দ্রলেখাকে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। খবর দেওয়া হয় থানায়।
অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তির জেরেই স্ত্রীকে খুনের পরিকল্পনা করেছিলেন মহেন্দ্র। তবে তাঁদের মধ্যে কী কারণে অশান্তি ছিল, তা এখনও জানা যায়নি। তবে এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। যদিও এই ঘটনা নিয়ে মুখ খুলতে নারাজ মহেন্দ্রর পরিবার।