Bizarre News

বাগ্‌দানের পর ফোটোশুট ‘বরফের দেশে’! ছবি তুলতে গিয়ে হারিয়ে গেল পাত্রীর আংটি, তল্লাশি দু’ঘণ্টা ধরে

সদ্য আংটিবদল করেছেন ফিল এবং কিম। সেই উপলক্ষে ফোটোশুট করতে বরফে ঢাকা সল্ট লেক সিটিতে যান তাঁরা। সেখানে সকলে স্কি করছিলেন। তার মধ্যেই ফোটোশুট করতে ব্যস্ত ছিলেন ফিল এবং কিম।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৫:২৬

—প্রতীকী ছবি।

ডিসেম্বরের সকাল। চার দিক বরফে ঢেকে রয়েছে। দেখে মনে হচ্ছে যেন আস্ত একখানা ‘বরফের দেশ’। বরফের মধ্যেই ফোটোশুট করার সিদ্ধান্ত নিলেন যুগল। আগের দিন বাগ্‌দান পর্ব সেরেছেন তাঁরা। সেই উপলক্ষেই ফোটোশুট করতে চান দু’জনে। জীবনের এই বিশেষ মুহূর্তকে ক্যামেরাবন্দি করতে চান তাঁরা। কিন্তু এই ফোটোশুটই যে তল্লাশি অভিযানে পরিণত হয়ে পড়বে তা কল্পনাও করতে পারেননি তরুণ-তরুণী।

Advertisement

ঘটনাটি আমেরিকার উটা এলাকার সল্ট লেক সিটিতে ঘটেছে। ৩৪ বছরের তরুণের নাম ফিল মুই এবং ৩৩ বছর বয়সি তরুণীর নাম কিম জ়। দু’জনেই ক্যালিফর্নিয়ার বাসিন্দা। সদ্য আংটিবদল করেছেন ফিল এবং কিম। সেই উপলক্ষে ফোটোশুট করতে বরফে ঢাকা সল্ট লেক সিটিতে যান তাঁরা। সেখানে সকলে স্কি করছিলেন। তার মধ্যেই ফোটোশুট করতে ব্যস্ত ছিলেন ফিল এবং কিম।

১০ মিনিট সুষ্ঠু ভাবেই শুট চলছিল সব কিছু। চিত্রগ্রাহকশিল্পী এক সময় কিমকে নির্দেশ দেন, ফিলের বুকের উপর হাত রেখে ছবি তুলতে। কিন্তু নির্দেশমতো ছবি তুলতে গিয়ে চমকে ওঠেন কিম। তাঁর অনামিকার সোনার আংটি কোথায় গেল! ছবি তোলার সময় কোথাও পড়ে গিয়েছে আংটিটি। ফোটোশুট থামিয়ে শুরু হল আংটির খোঁজ।

কিম এবং ফিলের পাশাপাশি ফোটোশুটের দলের কর্মীরাও আংটির সন্ধানে নেমে পড়লেন। বরফের ভিতর থেকে আংটি খুঁজতে নেমে পড়লেন স্থানীয় উদ্ধারকারীরাও। হাতে ‘মেটাল ডিটেক্টর’ নিয়ে ঘুরে বেড়াতে শুরু করেন তাঁরা। কিন্তু দু’ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালিয়েও কোনও লাভ হল না। তাঁরা বলাবলি করতে শুরু করেন, বরফ গললে আবার সেখানে আংটি খুঁজতে যাওয়া যেতে পারে। হতাশ হয়ে পড়েছিলেন কিম এবং ফিল। সেই সময়ই ঘটল আশ্চর্য এক ঘটনা। বরফের মধ্যে সোনালি রঙের কিছু একটা চকচক করতে দেখলেন ফিল।

ছুটে গিয়ে বরফ সরিয়ে সোনালি জিনিসটি বার করে আনলেন ফিল। এ যে কিমের সোনার আংটি! আংটি খুঁজে পেয়ে চোখ থেকে জল ঝরে পড়ল ফিলের। বরফে ঢাকা এলাকায় সকলের সামনে আবার কিমের হাতে আংটি পরিয়ে দ্বিতীয় বার যেন বাগ্‌দান পর্ব সারলেন তরুণ।

Advertisement
আরও পড়ুন