—প্রতীকী ছবি।
ধুলোবালির মধ্যে বেশি সময় কাটালে অ্যালার্জির সমস্যা শুরু হয়ে যায়। তরুণী তাই গাড়িতে উঠে ধুলোবালির হাত থেকে বাঁচতে ক্যাবচালককে শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র চালানোর অনুরোধ করেছিলেন। কিন্তু তরুণীর অনুরোধ শুনে রেগে গেলেন চালক। গাড়ির মধ্যেই তরুণীর সঙ্গে ঝগড়া শুরু করেন। কিছুতেই এসি চালাতে রাজি নন তিনি। শেষমেশ গাড়ি থামিয়ে তরুণীকে মাঝরাস্তায় নামিয়ে দেন চালক। তার পর বেপাত্তা হয়ে যান। গাড়ির চালকের এমন আচরণের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ জানিয়েছেন তরুণী।
ঘটনাটি অসমের গুয়াহাটির দ্বারান্ধ এলাকায় ঘটেছে। তরুণীর নাম মইনি মহন্ত। রবিবার বিকেলে অনলাইনে গাড়ি বুক করেছিলেন মইনি। ধুলোবালি থেকে অ্যালার্জি হয় তাঁর। তাই গাড়িতে উঠে গাড়িচালককে এসি চালানোর অনুরোধ করেন তিনি। মইনির অভিযোগ, চালক কিছুতেই তাঁর কথা শুনছিলেন না। অনবরত তর্ক করে যাচ্ছিলেন। মইনি নাকি এসি চালানোর সুবিধা পাওয়া যাবে এমন গাড়ি বুক করেননি। এর পর চালক তরুণীকে হুমকি দিয়ে বলেন, এসির সুবিধা পেতে হলে গাড়ি থেকে নেমে পড়তে হবে।
মইনির দাবি, তাঁর সঙ্গে ঝগড়া করার সময় মাঝপথে গাড়ি থামিয়ে দেন চালক। তার পর অশ্রাব্য ভাষায় তরুণীকে গালাগাল করতে শুরু করেন। জোর করেই মইনিকে গাড়ি থেকে নামিয়েও দেন চালক। গাড়িতে বসে থাকলে বিপদ আরও বাড়তে পারে ভেবে নেমে পড়েন মইনি। মাঝরাস্তায় তাঁকে নামিয়ে গাড়ি নিয়ে বেপাত্তা হয়ে যান চালক।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনার আকস্মিকতায় অসুস্থ বোধ করতে শুরু করেন মইনি। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে সুস্থ রয়েছেন তিনি। দিসপুর থানায় ওই চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তরুণী।