Bride Groom Viral Video

মণ্ডপ না নাচের মঞ্চ! কনের গলায় মালা পরাতে গিয়ে নেচে মাতিয়ে দিলেন বর, রইল মজার ভিডিয়ো

মঞ্চের এক ধারে দাঁড়িয়ে রয়েছেন একাধিক ড্রামবাদক। তাঁরা যে তালে ড্রাম বাজাচ্ছেন, সেই তালেই হাতে মালা নিয়ে নাচ করছেন পাত্র-পাত্রী। তরুণীর গলায় মালা পরাবেন বলে নাচতে নাচতে তাঁর কাছে এগিয়ে গেলেন পাত্র।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১০:০১

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

কনের গলায় মালা পরানো কি এতই সোজা! রীতিমতো ‘লড়াই’ করে তা করতে হল তরুণকে। মঞ্চের উপর উঠে ড্রামের তালে তাল মিলিয়ে নাচ করছিলেন পাত্র-পাত্রী। তার মধ্যেই সুযোগ বুঝে পাত্রীর গলায় মালা পরাতে হবে তরুণকে। কিন্তু কনের নাগালই পাচ্ছিলেন না তিনি।

Advertisement

নাচের তাল বজায় রেখে বার বার মাথা সরিয়ে নিচ্ছিলেন পাত্রী। শেষ পর্যন্ত নাচতে নাচতেই পাত্রীর দিকে এগিয়ে গেলেন তরুণ। তার পর দিলেন হবু বৌয়ের গলায় মালা পরিয়ে দিলেন। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেছেন শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা।

বুধবার সন্ধ্যায় এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন হর্ষ নিজেই। ভিডিয়োয় দেখা গিয়েছে, মঞ্চের মাঝখানে বিয়ের সাজে রয়েছেন তরুণ-তরুণী। মঞ্চের এক ধারে দাঁড়িয়ে রয়েছেন একাধিক ড্রামবাদক। তাঁরা যে তালে ড্রাম বাজাচ্ছেন, সেই তালেই হাতে মালা নিয়ে নাচ করছেন পাত্র-পাত্রী।

তরুণীর গলায় মালা পরাবেন বলে নাচতে নাচতে তাঁর কাছে এগিয়ে গেলেন পাত্র। কিন্তু পাশ কাটিয়ে সরে গেলেন পাত্রী। তার পর পাত্র সুযোগ বুঝে তরুণীর গলায় মালা পরিয়ে দিলেন। মালা পরিয়েই নাচ করতে শুরু করেন পাত্র।

তরুণী মালা নিয়ে এগিয়ে গেলে তাঁর গালে চুমু খেলেন পাত্র। তার পর পাত্রের গলায় মালা পরিয়ে দিলেন তরুণী। ঘটনাটি কোথায় ঘটেছে সে বিষয়ে উল্লেখ না করলেও হর্ষ ভিডিয়োটি পোস্ট করে লিখেছেন, ‘‘মালাবদলের এমন মজাদার ভিডিয়ো আমি কখনও দেখিনি।’’

Advertisement
আরও পড়ুন