Viral Video

রেলগেট বনাম তরুণী! গায়ের জোর দেখাতে গিয়ে স্কুটার নিয়ে ধপাস করে পড়লেন তরুণী, ভাইরাল ভিডিয়ো

ধৈর্যের বাধ ভেঙে নিজে নিজেই ভারী রেলগেট সরাতে গেলেন তরুণী। ঘটল বিপত্তি। রেলগেট সরাতে গিয়ে নিজেই স্কুটার থেকে পড়ে গেলেন। ভারী গেট এসে পড়ল তরুণীর বুকের উপর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১৫:৩৬
train

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

রেলগেটের একাংশ বন্ধ। পাশ দিয়ে চলছে যাতায়াত। স্কুটারে চেপে রেলগেটের বন্ধ অংশের সামনে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। স্কুটারের সামনে বসানো এক বালতি আবর্জনা। তরুণীর আর তর সইল না। বন্ধ রেলগেট সরিয়ে স্কুটার নিয়ে এগিয়ে যেতে গেলেন তিনি। আর তখনই ঘটল বিপত্তি। রেলগেট সরাতে গিয়ে নিজেই স্কুটার থেকে পড়ে গেলেন। গেট এসে আটকাল তরুণীর বুকের উপর। স্কুটার ও আবর্জনার বালতি-সহ পড়লেন তরুণী। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা ভিডিয়ো থেকে স্পষ্ট ভাবে জানা যায়নি।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, স্কুটার নিয়ে বন্ধ রেলগেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। তরুণীর সঙ্গে রয়েছে এক বালতি আবর্জনা। বালতিটি তরুণীর সামনে স্কুটারের উপরে বসানো রয়েছে। রেলগেটের পাশে থাকা ফাঁকা জায়গা দিয়ে অন্যান্য গাড়ি লাইন পারাপার করতে থাকে। সেটি দেখে তরুণীরও আর দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে না। তিনি নিজের হাত দিয়ে রেলগেট সরিয়ে স্কুটার নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেন। কিন্তু রেলগেটের ওজনের কাছে তরুণীর গায়ের জোর ফিকে হয়ে গেল। রেলগেটটি কোনও মতে তুলে একটু এগোনোর পরই তরুণী আর টাল সামলাতে পারলেন না। হাত দিয়ে রেলগেটটিকেও আর ঠেকিয়ে রাখতে পারলেন না। রেলগেটটি এসে পড়ল তরুণীর বুকের উপর। স্কুটার নিয়ে রাস্তার উপর লুটিয়ে পড়লেন তরুণী। আবর্জনার বালতিও উল্টে পড়ল রাস্তায়। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘বামবাম.সোয়েসাত্যো’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ভিডিয়োটিতে প্রচুর লাইক ও কমেন্ট পড়েছে। ভিডিয়োটিতে ইতিমধ্যে প্রায় পাঁচ লক্ষ ৩৭ হাজার নেটাগরিক প্রতিক্রিয়া জানিয়েছেন। নেটাগরিকেরা নানা রকম মন্তব্য করে পোস্টটির মন্তব্যবাক্স ভরিয়ে তুলেছেন। নেটাগরিকদের একাংশ তরুণীর শারীরিক অবস্থা ঠিক রয়েছে কি না সেটি জানতে চেয়ে চিন্তা প্রকাশ করেছেন।

Advertisement
আরও পড়ুন