ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
অন্যমনস্ক ভাবে হেঁটে আসছিল এক বালক। পায়ের সামনে যে একটি বিড়াল বসেছিল সেটা বালকটি খেয়াল করেনি। ভুল করে বিড়ালটির উপরে পা তুলে দেয় তরুণটি। বিড়ালটি ভয় পেয়ে যায়। কিন্তু ঘটনাটি পছন্দ হয়নি অপর একটি বিড়ালের। বন্ধুর সঙ্গে হওয়া এই অপরাধের বদলা নিতে বিড়ালটি হামলে পড়ে বালকটির উপর। আঁচড়ে-কামড়ে ভরিয়ে দেয় বালকটির হাত-পা। দুষ্টু বিড়ালের সেই কাণ্ডের ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম ।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বসার ঘরে সোফায় বসে রয়েছেন এক তরুণী। অপর একটি সোফায় বসে রয়েছে একটি কুকুর। অন্য এক ঘর থেকে আনমনা ভাবে হেঁটে আসছে এক বালক। অন্য দিকে তাকিয়ে কিছু একটা ভাবতে ভাবতে হেঁটে আসছে সে। সেই ঘরের দরজার কাছে বসে রয়েছে একটি বিড়াল। বালকটি তার চলার পথে বসে থাকা বিড়ালটিকে খেয়াল করেনি। তাই বিড়ালের গায়ের উপর পা তুলে দেয় সে। বিড়ালটি তৎক্ষণাৎ ‘মেউ’ শব্দ করে লাফিয়ে উঠল। সেই বিড়ালকে সামলানোর জন্য লাফিয়ে আসল অপর একটি বিড়াল। বালকটি বিশেষ পাত্তা না দিয়ে হেঁটে চলে গেল। বালকের এই আচরণ পছন্দ হয়নি অপর বিড়ালটির। বেজায় চটে গেল সে। বন্ধু বিড়ালকে সামলে নিয়ে তেড়ে গেল সে বালকটির দিকে। লাফিয়ে পড়ল তার কোমরের কাছে। আঁচড়ে-কামড়ে ভরিয়ে দিল বালকের হাত-পা। তরুণী এবং কুকুরটি এত ক্ষণ পুরো ঘটনাটা বসে বসে দেখছিল। বিড়ালের এই আক্রমনাত্মক ব্যবহার দেখে বালকটিকে বাঁচানোর জন্য দৌড়ে গেল কুকুরটি। বিড়ালটিকে তাড়া করে সেই ঘর থেকে বার করে দিল সে। তরুণীও এ বার উঠে এসে বালকটিকে সামলাতে লাগল। বালকটি তত ক্ষণে আতঙ্কে তারস্বরে কান্না জুড়ে দিয়েছে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
‘টুডেইয়ার্সওল্ড’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে লাইক ও কমেন্ট করেছে। বন্ধুকে ব্যাথা দেওয়ার বদলা নেওয়ার জন্য দুষ্টু বিড়ালের এই কাণ্ড দেখে মজা পেয়েছেন নেটাগরিকেরা।