La Liga

লা লিগায় বড় জয় বার্সেলোনার, জোড়া গোল লেয়নডস্কির, টানা ২০ ম্যাচ অপরাজিত ফ্লিকের দল

লা লিগা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা। ঘরের মাঠে জিরোনাকে ৪-১ ব্যবধানে হারিয়ে রিয়াল মাদ্রিদের থেকে ৩ পয়েন্টে এগিয়ে থাকল হ্যান্সি ফ্লিকের দল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৫ ২২:৫৭
Picture of Barcelona

(বাঁ দিকে) ফার্মিন লোপেজ় এবং রবার্ট লেয়নডস্কির (ডান দিকে) উচ্ছ্বাস। ছবি: এক্স (টুইটার)।

লা লিগার ম্যাচে ঘরের মাঠে বড় জয় পেল বার্সেলোনা। জিরোনাকে ৪-১ গোলে হারালেন রবার্ট লেয়নডস্কিরা। এই জয়ের ফলে ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট হল বার্সেলোনার। হ্যান্সি ফ্লিকের দলই এখন পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। সম সংখ্যক ম্যাচে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৬৩ পয়েন্ট।

Advertisement

ঘরের মাঠে শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলেন বার্সেলোনার ফুটবলারেরা। তবু গোলের মুখ খুলতে পারছিলেন না তাঁরা। ৪৩ মিনিটে জিরোনার লাদিস্লাভের আত্মঘাতী গোলে এগিয়ে যায় বার্সা। এর পর আর ফ্লিকের দলকে আটকানো যায়নি। প্রতিপক্ষের ভুলে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পরও কিছুটা গুটিয়ে ছিল বার্সেলোনা। বিরতির পর ৫৩ মিনিটে আর্নাউত জ়ুমার গোলে সমতা ফেরায় জিরোনা।

গোল খাওয়ার পর যেন সম্বিত ফেরে বার্সেলোনার ফুটবলারদের। ক্রমশ খেলার রাশ নিজেদের পায়ে তুলে নেন তাঁরা। ম্যাচের ৬১ মিনিট থেকে ৮৬ মিনিটের মধ্যে বার্সেলোনার একের পর এক আক্রমণে বেসামাল হয়ে যায় সফরকারীদের রক্ষণ। এই সময়ই পর পর তিনটি গোল করে জয় নিশ্চিত করে ফ্লিকের দল। ৬১ এবং ৭৭ মিনিটে জোড়া গোল করে বার্সা শিবিরে স্বস্তি ফেরান লেয়নডস্কি। ৮৬ মিনিটে চতুর্থ গোলটি করে দলের জয় নিশ্চিত করেন ফেরান তোরেস।

এই নিয়ে চলতি মরসুমে টানা ২০টি ম্যাচে অপরাজিত রইল বার্সেলোনা। ১৭টি ম্যাচে জয় পেয়েছে তারা। তিনটি ম্যাচ ড্র হয়েছে। মরসুমে এই নিয়ে ২০টি ম্যাচে বার্সেলোনা চার বা তার থেকে বেশি গোল করল। লা লিগায় ২৮ ম্যাচে ২৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন লেয়নডস্কিও।

Advertisement
আরও পড়ুন