—প্রতীকী ছবি।
সাইবার কেলেঙ্কারির ফাঁদে পা দিয়ে ২.৮ কোটি টাকা খোয়ালেন বেঙ্গালুরুর বাসিন্দা। বিনামূল্যে ফোন ও সিম কার্ড পাঠিয়ে প্রতারকেরা এক প্রৌঢ়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা লোপাট করে নেয় বলে অভিযোগ। ব্যাঙ্ককর্মী পরিচয় দিয়ে প্রতারকেরা অভিনব উপায়ে বৃদ্ধের সঙ্গে প্রতারণার ছক কষে। সংবাদমাধ্যম সূত্রে খবর, বেশ কয়েক মাস ধরে জাল বিছাতে শুরু করেছিল প্রতারকেরা। গত বছর নভেম্বর থেকে ধীরে ধীরে প্রৌঢ়ের টাকা লুটের পরিকল্পনা করে প্রতারকেরা। প্রতারকেরা ব্যাঙ্কের প্রতিনিধি সেজে হোয়াট্সঅ্যাপের মাধ্যমে প্রৌঢ়ের সঙ্গে যোগাযোগ করে। নতুন ক্রেডিট কার্ড ও তার সঙ্গে নানা সুবিধার প্রস্তাব দেয়। নতুন ক্রেডিট কার্ড চালু করার জন্য ব্যাঙ্কের নাম করে ব্যক্তিকে তাদের দেওয়া ফোন থেকেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে বলে।
সেই প্রস্তাবে রাজি হতেই ঘটে বিপত্তি। ১ ডিসেম্বর একটি সিম কার্ড-সহ স্মার্টফোন পান প্রতারিত ব্যক্তি। কার্ড চালু করতে গিয়ে তিনি নতুন ফোন ও সিম কার্ডটি ব্যবহার করেন। এর পর থেকেই তাঁর ব্যাঙ্কের থেকে বিজ্ঞপ্তি আসা বন্ধ হয়ে যায়। কয়েক দিন পর তিনি টের পান তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সমস্ত জমা পুঁজি গায়েব হয়ে গিয়েছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, প্রতারিত ব্যক্তিকে পাঠানো ফোনে ম্যালঅয়্যার ছিল। প্রতারকদের পাঠানো ডিভাইসটি চালু হওয়ার পর ম্যালঅয়্যারটি ব্যাঙ্কের থেকে আসা ওটিপি আসা বন্ধ করে দেয়। ব্যাঙ্কের সমস্ত তথ্য চলে যায় প্রতারকদের হাতে। এ ভাবেই কয়েক কোটি টাকা হারান প্রৌঢ়। তিনি থানায় অভিযোগ জানাতেই তদন্তে নেমেছে পুলিশ।