viral video

মাঝ আকাশে ‘মুখের লড়াই’! সহযাত্রীকে বার না-করে দিলে দেখে নেওয়ার হুমকি তরুণীর

বিমানে বসার আসন নিয়ে দুই যাত্রীর ঝগড়া এমন পর্যায়ে পৌঁছে যায় যে শেষ পর্যন্ত তাঁদের থামাতে ছুটে আসেন বিমানের কর্মীরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১৯:০১
A video of brawl between two passengers in a plane went viral

ছবি: সংগৃহীত।

ট্রেনে বা মেট্রোয় সহযাত্রীদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে ঝামেলা বাধার ভিডিয়ো প্রায়ই ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। এমনকি সহযাত্রীদের সঙ্গে হাতাহাতির ঘটনাও শুরু হয়ে যায় কখনও কখনও। সেই একই দৃশ্য দেখা গেল হাজার হাজার ফুট উপরে উড়তে থাকা বিমানেও। এক মহিলা ও পুরুষ সহযাত্রীর মধ্যে কথা কাটাকাটির ভিডিয়োই ভাইরাল হয়েছে সম্প্রতি। বিমানে বসার আসন নিয়ে দুই যাত্রীর ঝগড়া এমন পর্যায়ে পৌঁছে যায় যে শেষ পর্যন্ত তাঁদের থামাতে ছুটে আসেন বিমানের কর্মীরা। ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিমানের ভিতরে দাঁড়িয়ে উত্তপ্ত বাক্যবিনিময় চলছে এক তরুণী ও পুরুষ যাত্রীর মধ্যে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

কিছু ক্ষণের মধ্যেই ঝগড়া এতটাই বেড়ে যায় যে মহিলা ওই পুরুষ যাত্রীকে সেখান থেকে সরিয়ে দিতে বলেন। যার কারণে ক্রু সদস্যরাও তাঁকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। দু’জনের মধ্যে বচসা এতটাই বেড়ে যায় যে মহিলাকে বলতে শোনা যায়, ‘‘একে বার করে দিন, না হলে আমি বড় পদক্ষেপ করতে বাধ্য হব।’’ অন্য আসন গ্রহণ করার জন্য বিমানের কর্মীরাও আবেদন করতে থাকেন ওই যাত্রীকে। কিন্তু নিজের আসন ছেড়ে য়েতে রাজি হননি ওই ব্যক্তি। তিনিও অনড় থাকেন। এর পর মহিলা তাঁর উদ্দেশে একটি কটূক্তি করায় তিনিও মহিলা সহযাত্রীকে ছেড়ে কথা বলেননি। ৩৫ সেকেন্ডের এই ভিডিয়োটি ‘সোনিকপুর’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে প্রকাশ করার পরই ব্যাপক নজর কেড়েছে সমাজমাধ্যমকারীদের। ১০ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। প্রচুর প্রতিক্রিয়া জমা পড়েছে ভিডিয়োয়। লাইক ও মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে ভিডিয়োয়।

Advertisement
আরও পড়ুন