bizarre

অনলাইনে ‘মা’ ডেকে বৃদ্ধাকে প্রতারণা! ৬৫ লক্ষ হাতিয়ে পুলিশের জালে নেটপ্রভাবী যুবক

কথার জালে ভুলিয়ে বিভিন্ন অবৈধ পণ্য কিনতে বাধ্য করেন প্রতারক। তার পর নানা গল্প ফেঁদে মহিলার থেকে ধীরে ধীরে নগদ টাকা আদায় করতে থাকেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১৬:৫৯
Online influencer in China has taken 65 lakh from an elderly woman

ছবি: সংগৃহীত।

নিঃসঙ্গ মহিলার সঙ্গে মা-ছেলের সম্পর্ক পাতিয়ে ৬৫ লক্ষ টাকা হাতিয়ে নিলেন এক প্রতারক। বৃদ্ধার আবেগ নিয়ে খেলা করে চিনের এক নেটপ্রভাবী ধাপে ধাপে টাকা আদায় করেন বলে অভিযোগ। ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর প্রতিবেদন অনুসারে ২০২১ সালে ট্যাং নামে সাংহাইয়ের বাসিন্দা ওই মহিলা প্রতারকের খপ্পরে পড়েছিলেন। সমাজমাধ্যমে প্রতারক যুবকের অনুগামীর সংখ্যা ৪২ হাজার। প্রথমে লাইভ স্ট্রিমিং চলাকালীন ওই যুবককে নানা উপহার পাঠাতেন বৃদ্ধা। পরে তাঁকে কথার জালে ভুলিয়ে বিভিন্ন অবৈধ পণ্য কিনতে বাধ্য করেন প্রতারক। তার পর নানা গল্প ফেঁদে মহিলার থেকে ধীরে ধীরে নগদ টাকা আদায় করতে থাকেন তিনি। ওই প্রতারক বৃদ্ধাকে ‘মা’ বলে ডাকতে শুরু করেন। অনলাইনের আলাপ ব্যক্তিগত পর্যায়ে গড়ায়। হাজার কিমি গাড়ি চালিয়ে বৃদ্ধার সঙ্গে দেখা করতে আসেন ওই যুবক। অবিবাহিত ও সন্তানহীনা মহিলা পাতানো ছেলের বিপদের কথা শুনে অর্থসাহায্য করতে শুরু করেন।

Advertisement

২০২২ সালে ট্যাঙের ভাইঝি জিয়াং লক্ষ করেন বৃদ্ধা ক্রমাগত অপরিচিত ব্যক্তির কাছে অর্থ পাঠাচ্ছেন। প্রাথমিক পর্যায়ে পেটের ক্যানসারের চিকিৎসার জন্য টাকা চান যুবক। পরে নিজের বান্ধবীর গর্ভপাতের নাম করে আর এক দফা টাকা হাতিয়ে নেন প্রতারক। বাবার গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে বেশ কয়েক লক্ষ টাকা আদায় করেন ওই সমাজমাধ্যম প্রভাবী। পাতানো ছেলেকে সাহায্য করার জন্য বৃদ্ধা আত্মীয়দের থেকে টাকা ধারও করেন বলে জানা গিয়েছে। টাকা ফেরত চাইতে এলে বৃদ্ধা তাঁদের সব ঘটনা খুলে বলেন। তাঁরা পুলিশে অভিযোগ জানানোর পরামর্শ দেন। ২০২৩ সালে অবশেষে সাংহাই পুলিশের জালে ধরা পড়েন প্রতারণায় অভিযুক্ত নেটপ্রভাবী। সম্প্রতি অভিযুক্ত যুবককে ১০ বছরের কারাদণ্ড ও ১২ লক্ষ টাকা জরিমানা করে আদালত।

Advertisement
আরও পড়ুন