Saif Ali Khan Attack Case

হাসপাতালে সইফ ডেকে পাঠালেন অটোচালককে, কত টাকা পুরস্কার দিলেন অভিনেতা?

হামলার রাতে হাসপাতালে সইফ আলি খানকে নিয়ে যান ভজন, তখন কোনও ভাড়া তিনি চাননি। সুস্থ হতেই অটোচালককে কত টাকা দিলেন অভিনেতা?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৮:২১
অটোচালককে কত টাকা দিলেন সইফ?

অটোচালককে কত টাকা দিলেন সইফ? ছবি: সংগৃহীত।

তাঁদের সাক্ষাৎ হয়েছিল মঙ্গলবারই। সইফের সঙ্গে দেখা করতে হাসপাতালে গিয়েছিলেন ভজন। ছবিতে দেখা গিয়েছে, হাসপাতালের বিছানায় বসে আছেন সইফ, বাড়ি ফেরার জন্য প্রস্তুত। নির্ধারিত সময়ের মিনিট পাঁচেক দেরিতেই ঢোকেন ভজন। হাসপাতালে ঢোকামাত্রই সোজা তাঁকে নিয়ে যাওয়া হয় সইফের কক্ষে। দরজা খুলে দেখেন বিছানায় বসে সইফ। ভজনের কথায়, “যখন ওঁর ঘরে ঢুকলাম, দেখলাম, ওঁর মা-সহ গোটা পরিবার সেখানে উপস্থিত। সকলের চোখেমুখেই চিন্তার ছাপ। কিন্তু আমাকে ভীষণ সম্মান দিয়েছেন তাঁরা সকলে। আমাকে ডেকেছেন, ভাল লেগেছে। তেমন কিছু না, একেবারেই সাধারণ সাক্ষাৎ। আমি ওঁর জন্য আগেও প্রার্থনা করেছি, এখনও তা-ই করব।’’ তবে শুধু সাক্ষাৎ নয়, ভজনকে আর্থিক সাহায্যও করেন সইফ।

Advertisement

সে রাতে যখন হাসপাতালে সইফকে নিয়ে যান ভজন, তখন কোনও ভাড়া তিনি চাননি। সেই সময় টাকা দেওয়ার মতো অবস্থায় ছিলেন না সইফও। তবে সুস্থ হতেই ভজনকে ডেকে ধন্যবাদ জানিয়ে সইফ বলেন, ‘‘সেই রাতে সময় মতো আপনি পৌঁছে দিয়েছেন অনেক ধন্যবাদ।’’ তা হলে কি সুস্থ হতেই সে দিনের ভাড়া মিটিয়ে দিলেন সইফ? সাক্ষাতের পরে প্রশ্ন করা হয় অটোচালককে বলেন, ‘‘ টাকাপয়সার বিষয়ে কিছু জানি না, আমি সে দিনও কিছু চাইনি, আজও কিছু চাইব না। দিলেও ভাল, না দিলেও আক্ষেপ নেই।’’ তবে সূত্রের খবর, সইফ আলি সে রাতের কথা মাথায় রেখে ৫০ হাজার টাকা পুরস্কারমূল্য তুলে দেন অটোচালক ভজনের হাতে। যদিও এর আগেই এক স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে ১১ হাজার টাকা পুরস্কার পেয়েছেন ভজন।

Advertisement
আরও পড়ুন