Rinku Singh

তিন ক্রিকেটারকে বিশ্বকাপের দলে চান শাস্ত্রী! তালিকায় কলকাতার রিঙ্কু, বাকি দু’জন কারা?

এ বারের আইপিএলে ভাল খেলায় তিন ক্রিকেটারকে ভারতের বিশ্বকাপের দলে চাইছেন রবি শাস্ত্রী। তাঁদের মধ্যে এক জন কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিংহ। বাকি দুই ক্রিকেটার কারা?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ মে ২০২৩ ১৭:৪২
Rinku Singh

এ বারের আইপিএলে ব্যাট হাতে কেকেআরের নায়ক হয়ে উঠেছেন রিঙ্কু সিংহ। —ফাইল চিত্র

আইপিএলে ভাল খেলায় তিন তরুণ ক্রিকেটারকে ভারতের বিশ্বকাপের দলে দেখতে চান রবি শাস্ত্রী। ভারতের প্রাক্তন কোচের মতে, কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিংহ, রাজস্থান রয়্যালসের যশস্বী জয়সওয়াল ও মুম্বই ইন্ডিয়ান্সের তিলক বর্মাকে ভারতের বিশ্বকাপের দলে সুযোগ দেওয়া উচিত।

শাস্ত্রীর মতে, এই তিন ক্রিকেটারের ছন্দ, রানের খিদের জন্যই তাঁদের বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া উচিত। তা হলে রোহিত শর্মারা আরও বিকল্প হাতে পাবেন। শাস্ত্রী বলেছেন, ‘‘রিঙ্কুর মানসিকতা খুব ভাল। ওকে দেখে আমি মুগ্ধ। কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে খেলতে পারে। ফিনিশারের ভূমিকায় ওকে ভাবা যেতে পারে। ওর রানের খিদে রয়েছে। সবাইকে সম্মান করে। এই ধরনের এক জন ক্রিকেটারকে দলে দরকার।’’

Advertisement

এ বারের আইপিএলে ভাল ছন্দে রয়েছেন যশস্বী। কমলা টুপির লড়াইয়ে রয়েছেন তিনি। তাঁকেও দলে চাইছেন শাস্ত্রী। তিনি বলেছেন, ‘‘যশস্বী এই মরসুমে যা খেলেছে তার জন্যই ওকে দলে নেওয়া যেতে পারে। গত কয়েক মরসুমে ও যে ভাবে নিজের খেলার উন্নতি করেছে তা চোখে পড়ার মতো। এটা ভারতীয় ক্রিকেটের জন্য খুব ভাল খবর।’’

তিলকেরও প্রশংসা করেছেন শাস্ত্রী। ভারতের প্রাক্তন কোচের মতে, ভারতীয় দলে বাঁহাতি ব্যাটার কম থাকায় তিলককে কাজে লাগানো যেতে পারে। তিনি বলেছেন, ‘‘তিলক বাঁহাতি ব্যাটার। মিডল অর্ডারে ভাল খেলছে। ম্যাচ শেষ করে আসছে। এই সময় এদের বিশ্বকাপে সুযোগ দিলে তাতে দলেরই ভাল হবে। কারণ, আন্তর্জাতিক ক্রিকেটে ওরা নতুন। বাকি দলগুলোর কাছে একটা চমক হতে পারে।’’

এ বারের আইপিএলে ১৩ ম্যাচে ৫৭৫ রান করেছেন যশস্বী। একটি শতরান ও চারটি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। রিঙ্কু ১৩ ম্যাচে করেছেন ৪০৭ রান। তিনটি অর্ধশতরান করেছেন এই বাঁহাতি ব্যাটার। দু’জনের থেকে কিছুটা পিছিয়ে রয়েছেন তিলক। ৯ ম্যাচে ২৭৪ রান করেছেন তিনি। একটি অর্ধশতরান করেছেন রোহিতদের ব্যাটার। এই তিন ক্রিকেটারের উপরেই বাজি ধরেছেন শাস্ত্রী।

আরও পড়ুন
Advertisement