২০১৯ সালে ক্রিকেট বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। বিশ্বজয় করে উল্লাস দলের ক্রিকেটারদের। —ফাইল চিত্র
গল্ফ খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপজয়ী ক্রিকেটার জনি বেয়ারস্টো। চোটের কারণে আট মাস মাঠের বাইরে কাটাতে হয়েছে বেয়ারস্টোকে। খেলতে পারেননি এ বারের আইপিএলে। তিনি যে চোট সারিয়ে আবার মাঠে নামতে পারবেন, তা ভাবতেই পারেননি বেয়ারস্টো।
আট মাস বাদে ইংল্যান্ডের জাতীয় দলে সুযোগ পেয়েছেন বেয়ারস্টো। পরের মাসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে যে টেস্ট ম্যাচ হবে তাতে নেওয়া হয়েছে তাঁকে। সেই ম্যাচে নামতে পারবেন কি না তা এখনও জানেন না। কিন্তু অবশেষে তিনি যে চোট সারিয়ে মাঠে ফিরতে পেরেছেন তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন বেয়ারস্টো।
একটি ক্রিকেট ওয়েবসাইটে বেয়ারস্টো বলেছেন, ‘‘আমি ভাবতেই পারিনি যে আবার হাঁটব, দৌড়ব, ক্রিকেট খেলব। শুধু ভাবতাম, কবে বিছানা ছেড়ে উঠতে পারব? ভাবতাম, সব কি আবার আগের মতো হবে?’’
বেয়ারস্টো জানেন, যে চোট তিনি পেয়েছেন তাতে হয়তো ১০০ শতাংশ সুস্থ হতে পারবেন না। কিছুটা সমস্যা হবে তাঁর। সে সব নিয়ে খুব একটা ভাবছেন না তিনি। লোকের কথাতেও এখন কিছু মনে হয় না তাঁর। বেয়ারস্টো বলেছেন, ‘‘আমাকে দেখে অনেকে বলে, তুমি খুঁড়িয়ে হাঁটছ। আমার হাসি পায়। সেটা তো হবেই। শরীরে ব্যথা হলে, কোনও সমস্যা হলে সেটা নিয়েই তো চলতে হবে। এটা জীবনের অঙ্গ। আমি এ ভাবেই চলতে চাই। আমার কোনও দুঃখ নেই।’’
এখন না পারলেও ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার চেষ্টা করবেন বলে জানিয়েছেন বেয়ারস্টো। মানসিক জোর তাঁর একই রকম রয়েছে। ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ক্রিকেটারের কথায়, ‘‘চেষ্টা করব ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থ হতে। জানি, সহজ হবে না। কিন্তু মানসিক জোর আগের মতোই আছে আমার। সেই মানসিক জোরকে কাজে লাগাব। আশা করি পারব।’’