IPL 2023

রিঙ্কুর কাছে পাঁচ ছক্কা খাওয়ার পর কেমন আছেন গুজরাতের যশ? সতীর্থরা কি আদৌ তাঁর পাশে আছেন?

কলকাতার ইনিংসের ১৯তম ওভার পর্যন্ত গুজরাতের জয়ের সম্ভাবনাই ছিল বেশি। রিঙ্কুর দাপটে দিশেহারা হয়ে যান ২০তম ওভারের বোলার যশ। এমন দুঃসহ অভিজ্ঞতার পর কেমন আছেন তিনি?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৩ ১৯:০৬
picture of Yash Dayal

রবিবার কেকেআরের বিরুদ্ধে ম্যাচের পর মানসিক ভাবে ভেঙে পড়েন গুজরাতের যশ। ছবি: আইপিএল।

১,৫,৫,৫,৫,৫! রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শেষ ওভারে এমনই রান দিয়েছেন গুরজরাত টাইটান্সের জোরে বোলার যশ দয়াল। রঞ্জি দলের সতীর্থ রিঙ্কু সিংহের ব্যাটিং ঝড়ের সামনে খড়কুটোর মতো উড়ে গিয়েছিলেন যশ। প্রায় জেতা ম্যাচ দলকে হারিয়ে দেওয়ার পর কেমন আছেন যশ? জানিয়েছেন তাঁরই এক সতীর্থ।

২৫ বছরের বোলারের পাশে দাঁড়িয়েছেন হার্দিক পাণ্ড্যরা। পরাজয়ের জন্য দলের কেউ তাঁকে দোষারোপ করেননি। বরং সিনিয়র ক্রিকেটাররা উৎসাহিত করেছেন তাঁকে। গত বছর গুজরাত টাইটান্সের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান ছিল যশের। একটা ম্যাচের দুঃসহ অভিজ্ঞতা সে কথা ভুলিয়ে দেয়নি গুজরাত টাইটান্সকে।

Advertisement

ম্যাচের শেষ ওভারে কেন এমন হল? গুজরাত টাইটান্সে যশের সতীর্থ বিজয় শঙ্কর বলেছেন, ‘‘ওই ওভারের আগে আমরা অনেকটাই সুবিধাজনক জায়গায় ছিলাম। জেতার ব্যাপারে এগিয়ে ছিলাম। তবু এটা আমাদের মেনে নিতে হবে। ক্রিকেট খেলাটাই এমন। যে কোনও সময়, যা খুশি হতে পারে। এক জন ক্রিকেটার হিসাবে যশের মনের অবস্থা বুঝতে পারছি। তাই সকলে ওর পাশে থাকছি এবং যত দ্রুত সম্ভব যশকে স্বাভাবিক মানসিক অবস্থায় আনার চেষ্টা করছি।’’

বিজয় আরও বলেছেন, ‘‘গত বছর যশ আমাদের হয়ে বেশ কিছু ভাল ওভার করেছিল। আমাদের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে ওর অবদান ছিল। একটা ওভার দিয়ে কোনও ক্রিকেটারকে বিচার করা যায় না। আইপিএলের জন্য সকলেই প্রচুর পরিশ্রম করছে। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। যশ ব্যতিক্রম নয়।’’

সতীর্থের পাশে দাঁড়িয়ে বিজয় বলেছেন, ‘‘এমন ঘটনা আমাদের চার পাশে মাঝে মধ্যে ঘটে। অনেক খেলোয়াড়কেই কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয়। আমরা দলের সকলে যশের পাশে রয়েছি। এমন পরিস্থিতি থেকে বেরিয়ে সহজ হয় না। আমদের লক্ষ্য ওকে মানসিক ভাবে চাঙ্গা রাখা।’’ গুজরাত ফ্র্যাঞ্চাইজ়িও খারাপ সময়ে যশের পাশে রয়েছে।

আরও পড়ুন
Advertisement