ICC ODI World Cup 2023

জোড়া পালক বিরাটের মুকুটে, সচিনের দু’টি বিশ্বকাপ রেকর্ড ভাঙলেন কোহলি

ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে নেমেছেন বিরাট কোহলি। প্রতিপক্ষ নিউ জ়িল্যান্ড। গ্যালারিতে হাজির খোদ সচিনই। তাঁর সামনেই বিশ্বকাপে সচিনের রেকর্ড ভেঙে দিলেন কোহলি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ ১৬:২০
cricket

বিরাট কোহলি। ছবি: পিটিআই।

সচিন তেন্ডুলকরের ঘরের মাঠে ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে নেমেছেন বিরাট কোহলি। প্রতিপক্ষ নিউ জ়িল্যান্ড। গ্যালারিতে হাজির খোদ সচিনই। তাঁর সামনেই বিশ্বকাপে সচিনের এক জোড়া রেকর্ড ভেঙে দিলেন কোহলি। একটি বিশ্বকাপে সবচেয়ে বেশি অর্ধশতরান করলেন তিনি। তার পরেই এক বিশ্বকাপে সচিনের সর্বোচ্চ রানের নজিরও পেরিয়ে গেলেন।

Advertisement

এ বারের বিশ্বকাপে অষ্টম বার ৫০ রানের গন্ডি পেরোলেন কোহলি। তার মধ্যে দু’টি ইনিংসে শতরান হয়েছে। বাকিগুলির মধ্যে প্রায় তিন বার শতরানের কাছে এসেও থেমে গিয়েছেন। বিশ্বকাপে ভারত প্রথম ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচে কোহলি করেছিলেন ৮৫ রান। পরের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে অপরাজিত ৫৫ রান করেন।

পুণেতে বাংলাদেশের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ১০৩ রানে অপরাজিত থাকেন। পরের ম্যাচে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ৯৫ রান করেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ওয়াংখেড়েতেই ৮৮ রান করেন। এর পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেনে অপরাজিত ১০১ রান করেন। রাউন্ড রবিন পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৫১ রানে ফিরে যান। এই ম্যাচে ৫৯ বলে অর্ধশতরান করেছেন।

সচিন ২০০৩ বিশ্বকাপে প্রথম অর্ধশতরান করেছিলেন নেদারল্যান্ডসের বিরুদ্ধে। এর পর জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ৮১, নামিবিয়ার বিরুদ্ধে ১৫২, ইংল্যান্ডের বিরুদ্ধে ৫০, পাকিস্তানের বিরুদ্ধে ৯৮, শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯৭ এবং কেনিয়ার বিরুদ্ধে ৮৩ রান করেছিলেন।

এ ছাড়া, ২০০৩ বিশ্বকাপে সব মিলিয়ে ৬৭৩ রান করেছিলেন সচিন। সেই রান বুধবার সেমিফাইনালেই পেরিয়ে গেলেন কোহলি। যদি ভারত ফাইনালে উঠতে পারে, তা হলে আরওো একটি ইনিংস থাকবে কোহলির সামনে।

আরও পড়ুন
Advertisement