ICC ODI World Cup 2023

ভারত বনাম নিউ জ়িল্যান্ড ম্যাচের নবম ওভারে হাঁফ ছেড়ে বাঁচলেন অনুষ্কা, করলেন নমস্কার, কেন?

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা শুরুর আগেই গ্যালারিতে দেখা গিয়েছিল তাঁকে। ভারতের বাকি ক্রিকেটারদের স্ত্রী, বান্ধবীর সঙ্গেই তিনি বসেছিলেন। ম্যাচের নবম ওভারের হঠাৎই হাঁফ ছেড়ে বাঁচলেন সেই অনুষ্কা শর্মা। কেন?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ ১৫:০৮
বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা।

বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। — ফাইল চিত্র।

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা শুরুর আগেই গ্যালারিতে দেখা গিয়েছিল তাঁকে। ভারতের বাকি ক্রিকেটারদের স্ত্রী, বান্ধবীর সঙ্গেই তিনি বসেছিলেন। ম্যাচের নবম ওভারের হঠাৎই হাঁফ ছেড়ে বাঁচলেন সেই অনুষ্কা শর্মা। স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি। কী হয়েছিল সেই সময়ে?

Advertisement

তখন সবে ক্রিজে নেমেছেন কোহলি। নবম ওভারের খেলা চলছে। টিম সাউদির চতুর্থ বলটাই আছড়ে পড়ল প্যাডে। রোহিত শর্মার আউটের পর রক্তের স্বাদ পেয়ে যাওয়া ১১ জন কিউয়ি ক্রিকেটার সমবেত স্বরে চিৎকার করলেন। মাঠে থাকা আম্পায়ার তাতে কর্ণপাত না করলেও ওয়াংখেড়েতে তখন শ্মশানের নিস্তব্ধতা। নিউ জ়িল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন একে একে সতীর্থদের গিয়ে জিজ্ঞাসা করছেন কী করা উচিত? শেষে ডিআরএস-ই নিলেন।

ডিআরএস-এ প্রথমে অন্য ক্যামেরা দিয়ে ঘটনাটি দেখানো হচ্ছিল। তার পরে স্নিকোমিটারে দেখা গেল, বল আগে লেগেছে কোহলির ব্যাটে। তখন তৃতীয় আম্পায়ার কোহলিকে ‘নট আউট’ দেওয়ার সিদ্ধান্ত নিলেন। ক্যামেরা ধরল অনুষ্কাকে। হাত দিয়ে মুখ ঢেকে হতাশ হয়ে বসেছিলেন। আম্পায়ারের সিদ্ধান্ত ঘোষণা হতে হাঁফ ছাড়লেন। হাততালি দিয়ে সমর্থন জানালেন কোহলিকে।

Advertisement
আরও পড়ুন